এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৭ আগস্ট, ২০২৩, ০৪:০৮ পিএম
ওয়ার্ডের ভেতরে দাউ দাউ করে জ্বলছে আগুন, বন্ধ হল জরুরি বিভাগ, কালো ধোঁয়ায় ঢেকেছে হাসপাতাল
হঠাৎ করে হাসপাতালে ৬ তলা থেকে গলগল করে কালো ধোঁয়া বেরোতে দেখা যায়। সঙ্গে সঙ্গে হুড়ো হুড়ি শুরু হয়ে যায় হাসপাতাল চত্ত্বরে। আগিুন তখন এনেকটাই ছড়িয়ে পড়েছে।
সঙ্গে সঙ্গে খব র দেওয়া হয় দমকলে। এক এক করকে ৬টি ইঞ্জিন এসে হাজির হয় হাসপাতাল চত্ত্বরে। গোটা দেশের সবচেয়ে বড় সরকারি হাসপাতাল এইমস। সেখানে অগ্নিকাণ্ডের ঘটনায় সকলেই নড়ে চড়ে বলেছেন। পরিস্থিতি সামাল দিয়ে সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়েছে জরুরি বিভাগ। আতঙ্কে রয়েছেন রোগীরা। ৬ তলার অনেক ওয়ার্ড খালি করে দেওয়া হয়েছে।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা
এনবিএস/ওডে/সি