ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৯ বৈশাখ ১৪৩২
Logo
logo

মানবাধিকার লঙ্ঘনকারী সরকারগুলো সবসময় একই ধরনের কাজ করে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৭ আগস্ট, ২০২৩, ০৭:০৮ পিএম

মানবাধিকার লঙ্ঘনকারী সরকারগুলো সবসময় একই ধরনের কাজ করে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

 মানবাধিকার লঙ্ঘনকারী সরকারগুলো সবসময় একই ধরনের কাজ করে: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

মানবাধিকারের পক্ষে দাঁড়ানো আমাদের স্বার্থ কেবল নীতিগত বিষয় নয়, এটি আমাদের জাতীয় নিরাপত্তার জন্যও গুরুত্বপূর্ণ। এ মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি জে ব্লিঙ্কেন।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের অফিসিয়াল পেইজে দেশটির পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য সংবলিত একটি পোস্ট করা হয়েছে।

এন্টনি জে ব্লিঙ্কেন বলেছেন, যেসব সরকার মানবাধিকার লঙ্ঘন করে তারা সবসময় একই ধরনের কাজ করে, যারা এই ব্যবস্থার অন্যান্য মূল বিষয়গুলোকেও লংঘন করে- যেমন: অন্য দেশে আক্রমণ করা, জবরদস্তি ও হুমকি দেওয়া বা বাণিজ্যের নিয়ম ভঙ্গ করা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন, যুক্তরাষ্ট্র সবার জন্য মানবাধিকারের পক্ষে তার অবস্থান অব্যাহত রাখবে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা  

এনবিএস/ওডে/সি