ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

ইউক্রেনে পোকরোভস্ক শহরে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৮


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৮ আগস্ট, ২০২৩, ০৭:০৮ পিএম

ইউক্রেনে পোকরোভস্ক শহরে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৮

 ইউক্রেনে পোকরোভস্ক শহরে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৮

ইউক্রেনে পোকরোভস্ক শহরে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছে। এছাড়া হামলায় নয়জন পুলিশ, একজন সেনা সদস্য ও স্থানীয় সিটি কাউন্সিলের এক সদস্যসহ আহত হয়েছেন অন্তত ৩১ জন।
ওই অঞ্চলের গর্ভনর পাভলো কিরিলেঙ্কো এক বিবৃতিতে জানান, সোমবার রাতে প্রথম ক্ষেপণাস্ত্রটি আঘাত হানার ৪০ মিনিট পরে দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে। এতে বিভিন্ন আবাসিক ভবন, একটি হোটেল, ক্যাটারিং সেন্টার, দোকান এবং প্রশাসনিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, ‘রাশিয়া এখন পূর্ব ইউক্রেনে কোনো কিছুই ছাড়ছে না। সব কিছুই তারা গুঁড়িয়ে দিতে চাইছে।’ তিনি অনলাইন পোস্টের সঙ্গে ক্ষতিগ্রস্ত পাঁচতলা বাড়ির ভিডিও সংযুক্ত করেছেন। সেখানে দেখা যাচ্ছে, বাড়ির একটা তলা পুরো ভেঙে গেছে এবং বাকিটাও ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ হামলার একদিন আগেই সৌদি আরবের জেদ্দায় ৪০টি দেশের প্রতিনিধি ইউক্রেনে যুদ্ধ বন্ধ করার পথ খুঁজতে আলোচনায় বসেছিলেন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, সৌদি আরবের আলোচনা অর্থহীন। কারণ, সেখানে মস্কো ও কিয়েভকে ডাকা হয়নি।

রাশিয়ার বিবৃতিতে বলা হয়, তারা কূটনৈতিক আলোচনার মাধ্যমে ১৭ মাসের এই লড়াই শেষ করার জন্য রাজি। তবে, যুদ্ধ বন্ধের প্রস্তাবে রাশিয়ার দাবি মানতে হবে। সেটি হলো ইউক্রেনের যেসব এলাকা রাশিয়ার নিয়ন্ত্রণে আছে, তা রাশিয়ার এলাকা বলে মেনে নিতে হবে। এর মধ্যে ক্রিমিয়াও রয়েছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা  

এনবিএস/ওডে/সি