এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৯ আগস্ট, ২০২৩, ০১:০৮ পিএম
পিঠে অক্সিজেন সিলিন্ডার নিয়ে ক্রিকেট মাঠে স্কটল্যান্ডের অ্যালেক্স
ক্রিকেটের প্রতি তার ভালোবাসা অন্য যে কোন কিছুর চেয়ে বেশি। বয়স ৮৩ হলেও এখনো ক্রিকেটকে ছাড়তে পারেননি অ্যালেক্স স্টিল। পিঠে অক্সিজেন সিলিন্ডার নিয়ে নেমে পড়েছেন ক্রিকেট খেলতে। স্কটল্যান্ডের এই ক্রিকেটারের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে দেখা যায়, পিঠে অক্সিজেন সিলিন্ডার নিয়ে অনায়াসে উইকেটকিপিং করছেন তিনি।
১৯৬৭ সালে স্কটল্যান্ডের হয়ে অভিষেক হয় স্টিলের। ইংল্যান্ডের কাউন্টি দল ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে নিজের প্রথম ম্যাচ খেলেন তিনি। ১৪টি প্রথম শ্রেণির ম্যাচে ২৪.৮৪ গড়ে ৬২১ রান করেছেন তিনি। উইকেটরক্ষক হিসাবে ১১টি ক্যাচ এবং দু’টি স্ট্যাম্পিং করেছেন তিনি।
৮৩ বছর বয়সে বর্তমানে তিনি খেলছেন ফোরফারশায়ার ক্রিকেট ক্লাবে। ২০২০ সাল থেকে শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন তিনি। কিন্তু ক্রিকেট খেলার পথে তা বাধা হয়ে দাঁড়াতে পারেনি। ক্রিকেটকে ভালোবেসে এখনও মাঠে ব্যাট-বল নিয়ে ব্যস্ত সময় পার করেন তিনি।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি