ঢাকা, শুক্রবার, মার্চ ১৪, ২০২৫ | ৩০ ফাল্গুন ১৪৩১
Logo
logo

লঙ্কান প্রিমিয়ার লিগে কলম্বোর বিরুদ্ধে জাফনাকে জেতালেন তাওহিদ হৃদয়


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৯ আগস্ট, ২০২৩, ০১:০৮ পিএম

লঙ্কান প্রিমিয়ার লিগে কলম্বোর বিরুদ্ধে জাফনাকে জেতালেন তাওহিদ হৃদয়

 লঙ্কান প্রিমিয়ার লিগে কলম্বোর বিরুদ্ধে জাফনাকে জেতালেন তাওহিদ হৃদয়

বাংলাদেশের হার্ডহিটার ক্রিকেটার তাওহিদ হৃদয় প্রথমবার বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে গিয়েই বাজিমাত করেছেন। শোয়েব মালিকের বদলি হিসেবে কয়েক ম্যাচের জন্য গিয়েছিলেন তরুণ এই ব্যাটার। তবে দাপুটে পারফরম্যান্সের জাফনা কিংসের হৃদয় জুড়ে জায়গা করে নিয়েছেন তিনি। যে কারণে এলপিএলের পুরো মৌসুমে তাকে পেতে চেষ্টা চালায় জাফনা। এশিয়া কাপ ও বিশ্বকাপের ক্যাম্প করতে তাদের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বলেই খবর বেরিয়েছে।

তাতে কলম্বো স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাচ দিয়েই শেষবার মাঠে নেমেছিলেন হৃদয়। এমন দিনে অবশ্য খুব বেশি সময় ব্যাটিংয়ের সুযোগ পাননি তিনি। নিশান মাদুশঙ্কা ও রহমানুল্লাহ গুরবাজের ব্যাটে জয়ের দ্বারপ্রান্তেই ছিল জাফনা। শেষ দিকে তিন চারে অপরাজিত ১৪ রান করে জাফনার জয়টা নিশ্চিত করেছেন হৃদয়। ৬ উইকেটের জয়ে পয়েন্ট টেবিলের তিনে উঠে এলো বাংলাদেশের এই ক্রিকেটারের দল।

খানিকটা ধীরগতির উইকেট হওয়ার সবার ধারণা ছিল ১৪৭ রান তাড়া করাটা চ্যালেঞ্জিং হবে জাফনার জন্য। যদিও সেটা হতে দেননি দুই ওপেনার গুরবাজ ও মাদুশঙ্কা। তারা দুজনে মিলে জাফনাকে দুর্দান্ত এক শুরু এনে দেন। পাওয়ার প্লে শেষ হওয়ার আগে উইকেট হারায় জাফনা। গুরবাজ ও মাদুশঙ্কার ৫৮ রানের জুটি ভাঙেন মাথিশা পাথিরানা।

ডানহাতি এই পেসারের ফুল লেংথ ডেলিভারিতে মিড উইকেট দিয়ে ফ্লিক করতে গিয়ে ইফতিখার আহমেদের হাতে ধরা পড়েন ২১ বলে ৩৯ রান করা গুরবাজ। এরপর চারিথ আসালঙ্কাকে সঙ্গে নিয়ে দ্রুত রান তুলতে থাকেন মাদুশঙ্কা। অনেকটা সময় টিকে থাকলেও ১২ রানের বেশি করতে পারেনি আসালঙ্কা। দ্রুত রান তুলতে গিয়ে আউট হয়েছেন থিসারা পেরেরাও।

নাসিম শাহর লেংথে পড়া স্লোয়ার ডেলিভারিতে বোল্ড হয়ে ফিরেছেন জাফনার অধিনায়ক। থিসারার ব্যাট থেকে এসেছে ৭ বলে ১৭ রান। ভালো ব্যাটিং করলেও এদিন হাফ সেঞ্চুরি পাওয়া হয়নি মাদুশঙ্কার। নাসিমের বলে বোল্ড হয়ে ফেরার আগে করেছেন ৩২ বলে ৪৬ রান।

এরপর ডেভিড মিলারকে সঙ্গে নিয়ে জাফনার জয় নিশ্চিত করেন হৃদয়। ব্যাটিংয়ে নেমে নিজের দ্বিতীয় ও তৃতীয় বলে টানা দুই চার মারেন তিনি। পাথিরানার দুই চার মারা হৃদয় নাসিমের ব্যাক লেংথ ডেলিভারিতে ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে চার মেরে ম্যাচ শেষ করেন। কলম্বোর হয়ে দুটি উইকেট নিয়েছেন নাসিম।

এর আগে ব্যাটিং করতে নেমে ৪ উইকেট হারিয়ে ১৪৬ রান সংগ্রহ করে কলম্বো। তাদের হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেছেন পাথুম নিশানকা। এ ছাড়া লাহিরু উদারা ২৯, মোহাম্মদ নওয়াজ ২৭, বাবর আজম ২৪ এবং চামিকা করুনারত্নে ২১ রান করেছেন। জাফনার হয়ে ৯ রানে ২ উইকেট নিয়েছেন দুনিথ ওয়াল্লালাগে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা  

এনবিএস/ওডে/সি