ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

ইউক্রেনের জন্য পুরানো লিওপার্ড -১ ট্যাংক ক্রয়


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৯ আগস্ট, ২০২৩, ০২:০৮ পিএম

ইউক্রেনের জন্য পুরানো লিওপার্ড -১ ট্যাংক ক্রয়

 ইউক্রেনের জন্য পুরানো লিওপার্ড -১ ট্যাংক ক্রয়

রুশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধরত ইউক্রেনীয় সেনাদের দেওয়ার জন্য ৪৯টি ব্যবহৃত লিওপার্ড-১ ট্যাংক কিনেছে ইউরোপের একটি দেশ। ২০১৪ সালের আগে এসব ট্যাংক ব্যবহার করত বেলজিয়াম। সে বছর প্রতিরক্ষা ব্যয় কমানোর অংশ হিসেবে ট্যাংকগুলো ফ্রেডি ভ্রাসলুয়েস নামের এক অস্ত্র বিক্রেতার কাছে বিক্রি করে দিয়েছিল দেশটি।

তিনি জানিয়েছেন, যে দেশটি তার কাছ থেকে ট্যাংকগুলো কিনেছে সেই দেশটি শর্ত দিয়েছে যে কার নাম প্রকাশ করা যাবে না। এছাড়া এসব ট্যাংক কিনতে ওই দেশটি কত অর্থ খরচ করেছে সেটি জানাননি তিনি। বেলজিয়াম যখন ২০১৪ সালে ট্যাংকগুলো বিক্রি করেছিল তখন তিনি প্রতিটি ৩৭ হাজার ইউরোতে কিনেছিলেন। তবে এই ট্যাংক বিক্রির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র বলেছে, এগুলো কিনে নিয়েছেন জার্মানির এক বড় অস্ত্র প্রতিষ্ঠান।

জার্মান সংবাদমাধ্যম হ্যান্ডেলসব্লাট মঙ্গলবার (৮ আগস্ট) সন্ধ্যায় জানিয়েছে এসব ট্যাংক কিনেছে জার্মানির অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান রেইনমেটাল। তবে জার্মান সরকার ও প্রতিষ্ঠানটি এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি। অবশ্য এসব ট্যাংক এখনই সরাসরি যুদ্ধক্ষেত্রে চলে যাবে না। যুদ্ধের ময়দানে পাঠানোর আগে ট্যাংকগুলোতে সংস্কার কাজ করাতে হবে।

লিওপার্ড-১ ট্যাংক প্রথম তৈরি করা হয় ১৯৬০ সালে। তবে ইউক্রেনের জন্য যে ট্যাংকগুলো কেনা হয়েছে সেগুলো ১৯৯০ সালের দিকে আপগ্রেড করা হয়েছিল। জার্মানির অস্ত্র প্রতিষ্ঠান এখন তৈরি করে লিওপার্ড-২ ট্যাংক। এগুলোর তুলনায় লিওপার্ড-১ ট্যাংক হালকা ও কম শক্তিশালী।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা  

এনবিএস/ওডে/সি