ঢাকা, শুক্রবার, মার্চ ১৪, ২০২৫ | ৩০ ফাল্গুন ১৪৩১
Logo
logo

সবার আগে এশিয়া কাপের দল ঘোষণা করলো পাকিস্তান


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ০৯ আগস্ট, ২০২৩, ০৮:০৮ পিএম

সবার আগে এশিয়া কাপের দল ঘোষণা করলো পাকিস্তান

 সবার আগে এশিয়া কাপের দল ঘোষণা করলো পাকিস্তান

আসন্ন এশিয়া কাপের জন্য সবার আগে বুধবার দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। চলতি মাসে আফগানিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ ও ৩০ আগস্ট থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপের জন্য ১৮ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ইনজামাম-উল-হকের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি।

চলতি বছরের জানুয়ারিতে দলের সহকারী অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছিলেন শান মাসুদ। আফগানিস্তান সিরিজ ও এশিয়া কাপের দলে জায়গাই হলো না এই ব্যাটারের। শান মাসুদ ছিটকে গেলেও ডাক পেয়েছেন ফাহিম আশরাফ।

পাকিস্তানের এশিয়া কাপের দলে প্রাধান্য দেওয়া হয়েছে অভিজ্ঞতা ও সাম্প্রতিক ফর্মকে। সংবাদ সম্মেলনে ফাহিমকে দলে নেওয়ার কারণও ব্যাখ্যা করেছেন পাকিস্তান দলের প্রধান নির্বাচক ইনজামাম। তিনি জানিয়েছেন দলে আর অলরাউন্ডার না থাকায় তারা তাকে প্রাধান্য দিয়েছেন। বিশেষ করে তারা একজন পেস বোলিং অলরাউন্ডার খোঁজে ছিলেন।

আফগানিস্তান সিরিজ ও এশিয়া কাপের স্কোয়াড: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (ভাইস ক্যাপ্টেন), মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ হারিস, সালমান আলি, ইফতেখার আহমেদ, তাইয়্যেব তাহির, সৌদ শাকিল, আব্দুল্লাহ শফিক, ফখর জামান, ইমাম উল হক, মোহাম্মদ নেওয়াজ এবং উসামা মীর, ফাহিম আশরাফ, হারিস রউফ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ এবং শাহিন আফ্রিদি।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা  

এনবিএস/ওডে/সি