এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১০ আগস্ট, ২০২৩, ০১:০৮ পিএম
রুশ গুপ্তচর অভিযোগে জার্মান কর্মকর্তা গ্রেপ্তার
রাশিয়ায় গোপন তথ্য দেয়ার অভিযোগ উঠেছে ঐ সরকারি কর্মকর্তার বিরুদ্ধে। জার্মান গোপনীয়তার নিয়ম অনুসারে লোকটির নাম শুধুমাত্র টমাস এইচ হিসাবে রাখা হয়েছে। তিনি সামরিক সরঞ্জাম এবং তথ্য প্রযুক্তি নিয়ে কাজ করে এমন একটি অফিসে কাজ করতেন।
ফেডারেল প্রসিকিউটরের কার্যালয় থেকে জানিয়েছে ,ব্যক্তিটি নিজের উদ্যোগে বার্লিনে রুশ দূতাবাস এবং বন শহরের কনস্যুলেটে গিয়েছিলেন, যেখানে তিনি তার কাজের সময় প্রাপ্ত তথ্য রুশ গোয়েন্দা পরিষেবার কাছে হস্তান্তর করেছিলেন। এই অভিযোগে তাকে পশ্চিম জার্মানির কোবলেঞ্জে গ্রেপ্তার করা হয় এবং তার বাড়ি ও কর্মস্থলে তল্লাশি চালানো হয়। বুধবার তাকে বিচারকের সামনে হাজির করা হয় এবং বিচার না হওয়া পর্যন্ত তাকে আটক রাখা হয়।
এই বিষয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বিচারমন্ত্রী মার্কো বুশম্যান দেশটিতে একটি সতর্কতার আদেশ দেন।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি