এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১০ আগস্ট, ২০২৩, ০৬:০৮ পিএম
লিবিয়া-তিউনিসিয়া সীমান্ত থেকে অন্তত ২৭ শরণার্থীর মরদেহ উদ্ধার
তিউনিসিয়ার সীমান্তের কাছে মরুভূমিতে অন্তত ২৭ জনের মরদেহ খুঁজে পাওয়া গেছে। নিহত ওই ২৭ জনই অভিবাসী এবং তাদেরকে তিউনিসিয়া থেকে বের দেওয়া হয়েছিল। নিহতরা সবাই সাব-সাহারান আফ্রিকার দেশগুলোর নাগরিক।
এক ফেসবুকে পোস্টে লিবিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার গভীর রাতে সীমান্তের কাছ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। ওই এলাকায় একটি ফরেনসিক দল পাঠানো হয়েছে।
বুধবার লিবিয়ার শহর মিসরাতা থেকে আল জাজিরার রিপোর্টার মালিক ট্রেইনা জানিয়েছেন, লিবিয়ার সীমান্তরক্ষীরা মরুভূমিতে উত্তর ক্রসিংয়ের দক্ষিণে বিস্তীর্ণ এলাকায় এই মৃতদেহগুলো খুঁজে পেয়েছে।
লিবিয়ার সীমান্তরক্ষী বাহিনী এবং মানবাধিকার গোষ্ঠীগুলো প্রচণ্ড গরমের মধ্যে প্রতিকূল পরিবেশে শরণার্থী এবং অভিবাসীদের ঠেলে দেওয়ার দায়ে তিউনিসিয়াকে অভিযুক্ত করেছে। তিউনিসিয়ার এই পদক্ষেপকে ‘সম্মিলিত বহিষ্কার’ হিসেবে আখ্যায়িত করেছে হিউম্যান রাইটস ওয়াচ।
তবে আফ্রিকান অভিবাসীদের বের করে দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে তিউনিসিয়া।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি