ঢাকা, বুধবার, মার্চ ১২, ২০২৫ | ২৮ ফাল্গুন ১৪৩১
Logo
logo

ফ্লয়েডদের ঘাড় থেকে হাঁটু নামিয়ে মানবাধিকার নিয়ে কথা বলুন: আমেরিকাকে ইরান


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১১ আগস্ট, ২০২৩, ০৪:০৮ পিএম

ফ্লয়েডদের ঘাড় থেকে হাঁটু নামিয়ে মানবাধিকার নিয়ে কথা বলুন: আমেরিকাকে ইরান

ফ্লয়েডদের ঘাড় থেকে হাঁটু নামিয়ে মানবাধিকার নিয়ে কথা বলুন: আমেরিকাকে ইরান

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার ইরানে মানবাধিকারের ব্যাপারে যে দাবি করেছেন তেহরান সে দাবির বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে। ইরানের সরকারি তথ্য কাউন্সিলের প্রধান সেপেহর খিলজি বলেছেন, আমেরিকার উচিত তাদের নাগরিকদের বিশেষ করে কৃষ্ণাঙ্গ মানুষদের শ্বাস নেওয়ার সুযোগ দেওয়ার পর মৌলিক স্বাধীনতার কথাটি উচ্চারণ করা। 

ইরানি নিউজ এজেন্সি ইসনা জানিয়েছে, ইরানের সরকারি তথ্য কাউন্সিলের প্রধান সেপেহর খিলজি বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের মানবাধিকার সংক্রান্ত দাবির প্রতিক্রিয়ায় একটি টুইটে ম্যাথিউ মিলারকে সম্বোধন করে বলেন, জর্জ ফ্লয়েডদের ঘাড় থেকে আপনার হাঁটু নামিয়ে নিয়ে এবং কৃষ্ণাঙ্গ মানুষদের শ্বাস নিতে সুযোগ দেওয়ার পর মৌলিক স্বাধীনতা আর মানবাধিকার নিয়ে কথা বলুন।

ম্যাথিউ মিলার সম্প্রতি এক বিবৃতিতে দাবি করেছেন আমেরিকা ইরানে মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার পক্ষে রয়েছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা  

এনবিএস/ওডে/সি