এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১১ আগস্ট, ২০২৩, ০৫:০৮ পিএম
মার্কিন নিষেধাজ্ঞায় আটক ১০ বিলিয়ন ডলার ছাড়িয়ে নিচ্ছে ইরান
দক্ষিণ কোরিয়া ও ইরাকে ইরানের ওপর দেওয়া মার্কিন নিষেধাজ্ঞায় এই অর্থ আটক করা হয়েছিল। ইরানের তেল রপ্তানি বাবদ এ অর্থ যুক্তরাষ্ট্রের চাপে আটক করতে বাধ্য হয় এ দুটি দেশ।
বেশ কয়েক বছর ধরেই কূটনৈতিক তৎপরতার পর ১০ বিলিয়ন ডলারের বেশি অর্থ ছাড়িয়ে আনতে সমর্থ হয় তেহরান।
ইরানের বার্তা সংস্থা ইরনা বলছে, ইরাক ও দক্ষিণ কোরিয়ায় তেল রপ্তানি করার পর এ বাবদ অর্থ পরিশোধে বাধ সাধে যুক্তরাষ্ট্র।
বেশ কয়েক মাস ধরে কথাবার্তার পর ওয়াশিংটনের সঙ্গে কূটনৈতিক দরকষাকষিতে শেষ পর্যন্ত সাফল্য পেলে এ অর্থ ফেরত যাচ্ছে তেহরানে। এজন্যে বন্দি বিনিময় চুক্তিতে যায় দুটি দেশ।
দক্ষিণ কোরিয়ায় ৬ বিলিয়ন ডলার ও বার্কি অর্থ ইরাকের ট্রেড ব্যাংকে আটক ছিল।
দক্ষিণ কোরিয়ায় আটক ইরানের ৬ বিলিয়ন ডলার সুইজারল্যান্ডের একটি ব্যাংকে ইউরো’তে পরিবর্তন করে জমার পর তা কাতারের কেন্দ্রীয় ব্যাংকে স্থানান্তরিত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির শর্ত অনুযায়ী এ অর্থ চলে যাবে ইরানে। ইরান এ অর্থ দিয়ে খাদ্য ও ওষুধ আমদানি করবে।
ইরান এ অর্থ হাতে পাওয়ার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে ৫ জন বন্দি বিনিময় করবে। এদেরকে ইতিমধ্যে কারাগার থেকে মুক্তি দেওয়ার পর তারা তেহরানে অবস্থান করছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি