এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১২ আগস্ট, ২০২৩, ০৫:০৮ পিএম
ক্রিমিয়ায় ইউক্রেনের ২০টি ড্রোন ধ্বংস করার দাবি রাশিয়ার
শনিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে বলেছে, আকাশ প্রতিরক্ষা পদ্ধতির মাধ্যমে ১৪টি এবং ইলেকট্রিনিক উপায়ে আরো ছয়টি ড্রোন ধ্বংস করা হয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি।
শুক্রবার মস্কোর কর্মকর্তারা রাজধানীমুখী একটি ড্রোন ধ্বংসের দাবি করেছে। রাশিয়ার মূল ভূখণ্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কালুগা অঞ্চল এবং ওদিনৎসোভোতে একটি করে ড্রোন ধ্বংসেরও দাবি করেছে রুশ বাহিনী।
ইউক্রেন জুলাই মাসে ক্রিমিয়ায় হামলা চালিয়ে গোলাবারুদের একটি ডিপো উড়িয়ে দিয়েছে। এছাড়া রাশিয়ার মূল ভূখন্ডের সাথে সংযোগকারী সেতুও এ হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
ক্রিমিয়ার পরিবহন কর্তৃপক্ষ তাদের টেলিগ্রাম চ্যানেলে বলেছে, হামলা ঘিরে উপদ্বীপকে রাশিয়ার অঞ্চল ক্রাসনোদারের সঙ্গে সংযুক্তকারী ক্রিমিয়া সেতুতে যান চলাচল দুই ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়েছিল।
২০১৪ সালে ক্রিমিয়া দখলের পরে কৃষ্ণসাগরের তীরবর্তী ওই ভূখণ্ডের সঙ্গে রাশিয়াকে সংযুক্ত করতে একটি সেতু তৈরি করেছিল মস্কো। গত বছর থেকেই ধারাবাহিক ভাবে সেই কোর্চ সেতুকে নিশানা করছে ইউক্রেনের সেনারা। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি