ঢাকা, সোমবার, এপ্রিল ২১, ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২
Logo
logo

 কেন্দ্রের হাতেই 'ক্ষমতা'! 'দিল্লি (সংশোধনী) বিল ২০২৩'- এ সই করলেন রাষ্ট্রপতি


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১২ আগস্ট, ২০২৩, ০৮:০৮ পিএম

 কেন্দ্রের হাতেই 'ক্ষমতা'! 'দিল্লি (সংশোধনী) বিল ২০২৩'- এ সই করলেন রাষ্ট্রপতি

 কেন্দ্রের হাতেই 'ক্ষমতা'! 'দিল্লি (সংশোধনী) বিল ২০২৩'- এ সই করলেন রাষ্ট্রপতি

'দিল্লি (সংশোধনী) বিল ২০২৩'- এ সই করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্ম। আজ শনিবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই সংক্রান্ত বিলে সই করলেন। লোকসভা এবং রাজ্যসভায় তুমুল বিরোধের পরেও পাশ হল এই বিল।

এই বিল নিয়ে বিরোধীরা তুমুল বিক্ষোভ দেখায়। এমনকি বাদল অধিবেশন বয়কটও করে। কিন্তু সেই সমস্ত বিরোধ উপেক্ষা করেই 'দিল্লি (সংশোধনী) বিল ২০২৩'- পাশ হয়। এবং আজ রাষ্ট্রপতির সইয়ের পরেই আইনে পরিণত হল এই বিল। ফলে লেফটেন্যান্ট গভর্নরের হাতে থাকবে দিল্লিতে আমলাদের নিয়োগ ও বদলির ক্ষমতা।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা

এনবিএস/ওডে/সি