এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৩ আগস্ট, ২০২৩, ০৭:০৮ পিএম
রাহুল না মোদী, কে বেশি জনপ্রিয় ডেটা শেয়ার করে দেখাল কংগ্রেস ও বিজেপি
রাহুল গান্ধী নাকি নরেন্দ্র মোদী, কে বেশি জনপ্রিয় সোশ্যাল মিড়িয়ায়? সম্প্রতি ডেটা শেয়ার করে কংগ্রেস ও বিজেপি নেমে পড়েছে সেই যুদ্ধ জিততে। সোশ্যাল মিডিয়ায় কোন ইস্যুতে কে কারে টপকে গিয়েছে, তা দেখিয়েই বাজিমাত করতে চাইছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল।
কংগ্রেস ও বিজেপি উভয় দলই উঠে পড়ে লেগেছে নিজ নিজ দলের নেতার জনপ্রিয়তা প্রমাণ করতে। রাহুল গান্ধী ও নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি তুলনামূলক চর্চা শুরু হয়েছে সম্প্রতি। শনিবার এই ঘটনায় চর্চা শুরু হয়। মোদী না রাহুল, কে বেশি জনপ্রিয়! তা জানতে উভয় নেতার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট শো-এর হিড়িক পড়ে যায়।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা
এনবিএস/ওডে/সি