ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২
Logo
logo

স্বাধীনতার উদযাপনে বদলে ফেলুন ডিপি, দেশবাসীকে বার্তা প্রধানমন্ত্রী মোদীর


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৩ আগস্ট, ২০২৩, ০৭:০৮ পিএম

স্বাধীনতার উদযাপনে বদলে ফেলুন ডিপি, দেশবাসীকে বার্তা প্রধানমন্ত্রী মোদীর

স্বাধীনতার উদযাপনে বদলে ফেলুন ডিপি, দেশবাসীকে বার্তা প্রধানমন্ত্রী মোদীর

স্বাধীনতার ৭৫ বছর পূর্তি। ১ বছর ধরে চলল তার উদযাপন। সেকারণে এবারের স্বাধীনতা দিবসটা আরও বেশি বিশেষ। এবারও স্বাধীনতা দিবসের আগের দিন হর ঘর তেরঙ্গা দিবস উদযাপন করবে মোদী সরকার। তার আগে দেশবাসীকে বার্তা দিলেন প্রধানমন্ত্রী মোদী।

তিনি দেশবাসীকে অনুরোধ জানিয়েছেন, স্বাধীনতার উদযাপনে হর ঘর তেরঙ্গা দিবসে শুধু ঘরে জাতীয় পতাকা লাগালেই হবে না বদলে ফেলুন নিজের সোশ্যাল মিডিয়ার ডিিপ। গোটা বিশ্ব জানুক আপনি ভারতবাসী। সোশ্যাল মিডিয়ার ডিপিতেও দিন জাতী পতাকা।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা

এনবিএস/ওডে/সি