ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২
Logo
logo

ফের যাত্রা শুরু করতে মহাপঞ্চায়েতে , অনুমতি নেই পুলিশের,আজ ফের উত্তপ্ত হতে পারে নুহ


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৩ আগস্ট, ২০২৩, ০৭:০৮ পিএম

ফের যাত্রা শুরু করতে মহাপঞ্চায়েতে , অনুমতি নেই পুলিশের,আজ ফের উত্তপ্ত হতে পারে নুহ

ফের যাত্রা শুরু করতে মহাপঞ্চায়েতে , অনুমতি নেই পুলিশের,আজ ফের উত্তপ্ত হতে পারে নুহ

এখনও থমথমে হরিয়ানার নুহ। তারমধ্যেই আবার যাত্রা শুরুর তোরজোর করছে বিশ্বহিন্দু পরিষদ। আজ এই নিয়ে মহাপঞ্চায়েতের ডাক দিয়েছে তারা। তবে বিশ্বহিন্দু পরিষদ চাইলেও পুলিশ কিন্তু অনুমতি দেয়নি। নতুন করে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হতে পারে আশঙ্কা করে অনুমতি দিতে নাজার পুলিশ।

এদিকে আবার কয়েকদিন আগেই হরিয়ানার ৩ জেলায় মুসলিম ব্যবসায়ীদের বয়কটের ডাক দিয়েছে মহাপঞ্চায়েত। বিশ্বহিন্দু পরিষদ তাঁদের ব্রজমহারাজ ধার্মিক যাত্রা শেষ করতে চাইছে। গত ৩১ জুলাই সেই যাত্রাতেই পাথর ছোরার ঘটনা ঘটেছিল। তারপরেই চরম উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয় হরিয়ানা জুড়ে।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা

এনবিএস/ওডে/সি