ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

নিলামে উঠলো ‘টাইটানিক’ নায়িকার ড্রেস


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৩ আগস্ট, ২০২৩, ০৯:০৮ পিএম

নিলামে উঠলো ‘টাইটানিক’ নায়িকার ড্রেস

নিলামে উঠলো ‘টাইটানিক’ নায়িকার ড্রেস

বিশ্বের সবচেয়ে বড় জাহাজ টাইটানিক মর্মান্তিক দুর্ঘটনার কবলে পরে ১৯১২ সালের ১৩ এপ্রিল ডুবে যায়। যা নিয়ে ১৯৯৭ সালে পরিচালক জেমস ক্যামেরন নির্মাণ করেন ‘টাইটানিক’ সিনেমা। এতে রোজ চরিত্রে অভিনয় করেন কেট উইন্সলেট এবং জ্যাক চরিত্রে লিওনার্দো ডিক্যাপ্রিও।

টাইটানিক সিনেমার বেশিরভাগ সময় একটি ওভারকোট (জ্যাকেট) পরা অবস্থায় দেখা যায় এর নায়িকা কেটকে। জাহাজ ডোবার দৃশ্যেও ওভারকোটটি পরনে ছিল তার। এবার সেই ওভারকোটটি নিলামে তোলা হয়েছে। জানা যায়, আমেরিকার নিউ জার্সির নিলামকারী সংস্থা গোল্ডিন তাদের অনলাইন প্লাটফর্মে এই নিলাম বসিয়েছে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও সিইও কেন গোল্ডিন জানিয়েছেন, ওভারকোটটির দাম এক লাখ ডলার অতিক্রম করে যাবে। 

ওভারকোটে গোলাপি উলের ওপর কালো এমব্রয়ডারি করা হয়েছে। যা ডিজাইন করেছিলেন ডেবোরা লিন স্কট। স্কটের ডিজাইনের ওপর ভিত্তি করে জে পিটারম্যান কোম্পানি এই কোটটি তৈরি করেন। টাইটানিকের জন্য পোশাক ডিজাইন করে স্কট একাডেমি পুরস্কারও পান। এছাড়াও সেরা ছবি, সেরা পরিচালকের অস্কার জেতে ‘টাইটানিক’।

শুক্রবার (১১ আগস্ট) রাতে নিলাম শুরু হওয়ার পরই পাঁচজন এতে অংশ নিয়েছেন। এখন পর্যন্ত সর্বোচ্চ দাম উঠেছে ৩৪ হাজার ডলার। ১৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই নিলাম। যে বেশি দাম দিতে পারবেন, তারই সংগ্রহে যাবে আইকনিক এই ওভারকোট।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি