ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ১৭, ২০২৫ | ৩ বৈশাখ ১৪৩২
Logo
logo

বুধবার স্পট মার্কেটে যাচ্ছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ৩১ আগস্ট, ২০২১, ০২:৪৫ পিএম

বুধবার স্পট মার্কেটে যাচ্ছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ

রেকর্ড ডেট সামনে রেখে বুধবার (১ সেপ্টেম্বর) স্পট মার্কেটে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। 


ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। 

তথ্য মতে, কোম্পানিটির স্পট মার্কেটে লেনদেন শেষ হবে আগামী বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর)। কোম্পানির রেকর্ড ডেট আগামী রোববার (৫ সেপ্টেম্বর) নির্ধারণ করা হয়েছে। রেকর্ড ডেটের কারণে ওই দিন কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ থাকবে। 


এর আগে কোম্পানির পরিচালনা পর্ষদ ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ২৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। একই সঙ্গে কোম্পানিটি তাদের উদ্যোক্তা বা পরিচালকদের ১৭০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। ঘোষিত লভ্যাংশ অনুমোদনের জন্য ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের বার্ষিক সাধারণ সভা (এজিএম) হবে আগামী ২৯ সেপ্টেম্বর। এ সংক্রান্ত রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৫ সেপ্টেম্বর। 

২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৪.২১ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি আয় ছিলো ২৪.২১ টাকা। সে হিসেবে আলোচ্য সময়ে শেয়ারপ্রতি আয় বেড়েছে ৩০ টাকা বা ১২৪ শতাংশ। 


এদিকে, আলোচ্য সময়ে কোম্পানিটির পুনর্মূল্যায়নসহ শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩১১.৫৯ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে এনএভিপিএস ছিল ২৬৪.৪৮ টাকা।