এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৪ আগস্ট, ২০২৩, ০৪:০৮ পিএম
দক্ষিণ ইউক্রেনের সৈকত বন্দর খুলে দেওয়া হয়েছে
২০২২ সালের ফেব্রুয়ারিতে রুশ আক্রমণ শুরু হওয়ার পর থেকে প্রথমবারের মতো ইউক্রেনের বৃহত্তম বন্দর শহর ওডেসায় সাঁতারের জন্য সৈকত আনুষ্ঠানিকভাবে খোলা হয়েছে, তবে বিমান হামলার সময় গোসল করা যাবে না, স্থানীয় কর্মকর্তারা শনিবার এ ঘোষণা করেছেন।
ওডেসা ইউক্রেনের একটি জনপ্রিয় সমুদ্র সৈকত যা গত ১৭ মাসে রুশ আক্রমণের কারণে বন্ধ করে দেয়া হয়েছিলো।
ওডেসা অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান ওলেহ কিপার বলেছেন, এই সাঁতার ও বিনোদন এলাকাটি সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।
কিপার বলেন, খোলা সাঁতারের এলাকায় বিস্ফোরক অস্ত্র থেকে রক্ষা করার জন্য লাইফবোট এবং জালের বেড়ার প্রয়োজন হবে, প্রয়োজনে কৃষ্ণ সাগরের জল পরিদর্শনের জন্য ডুবুরিদের পাঠানো হবে। তিনি আরও বলেন, প্রতিদিনই উপকূল পরিষ্কার করা হবে। এছাড়া সব ধরণের সাবধানতার দিকে লক্ষ্য রেখেই খুলে দেয়া হয়েছে ওডেসা। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি