ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রামে রুশ বোমা হামলা, নিহত ৭ 


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৪ আগস্ট, ২০২৩, ০৫:০৮ পিএম

ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রামে রুশ বোমা হামলা, নিহত ৭ 

ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রীর গ্রামে রুশ বোমা হামলা, নিহত ৭ 

রোববার খেরসনের শায়রোকা বলকা গ্রামে এ হামলা হয় বলে জানায় আঞ্চলিক সামরিক প্রশাসন জানিয়েছে। আঞ্চলিক সামরিক প্রশাসন আরও জানিয়েছে, সোমবার ভোরে রুশ বাহিনীর গোলাবর্ষণে খেরসনের কাছে বেশ কয়েকজন আহত হয়েছে। 

 ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইগর ক্লাইমেনকো জানান, শায়রোকা বলকা গ্রামে তাদের পারিবারিক  বাড়িতে বোমা হামলা হয়েছে। নিহতদের মধ্যে গ্রামের এক বাসিন্দা এবং প্রতিবেশী স্তানিস্লাভের দুই পুরুষও রয়েছেন।

তিনি বলেন, ‘সন্ত্রাসীদের থামাতে হবে। তাদের অবশ্যই বলপ্রয়োগ করে থামাতে হবে। বলপ্রয়োগ ছাড়া তারা আর কিছু বোঝে না।’

শায়রোকা বলকা গ্রামে হামলার নিন্দা জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। জাতির উদ্দেশ্যে প্রতিদিনের ভাষণে তিনি বলেন, ‘নিহতদের মধ্যে একটি শিশুকন্যা ছিল, যার বয়স মাত্র ২২ দিন। তার ভাইয়ের বয়স ১২। মা ওলেসিয়া... মাত্র ৩৯ বছর বয়সী। তিনিও মারা গেছেন।’ হামলায় আরও ১৩ জন আহত হয়েছে বলেও জানান জেলেনস্কি।

খেরসন ইউক্রেনের সেই চারটি অঞ্চলের একটি যেটিকে রুশ প্রেসিডেন্ট পুতিন গত বছর নিজেদের অংশে সংযুক্ত করার দাবি করেছিলেন।

এক টেলিগ্রাম পোস্টে জাপোরিঝিয়ার আঞ্চলিক সামরিক প্রশাসক ইফরি মালাশকো জানান, রোববার রুশ ক্ষেপণাস্ত্র হামলায় দুইজন মারা গেছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি