এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৪ আগস্ট, ২০২৩, ০৮:০৮ পিএম
হড়পা বানে ভেসে গেল সাতজন, ভয়াবহ পরিস্থিতিতে উদ্ধারে ঝাঁপাল রাজ্য প্রশাসন
হিমাচলে অতি বৃষ্টির প্রকোপে ফের ভয়াবহ পরিস্থিতির তৈরি হয়েছে। হড়পা বানে ভেসে গিয়েছেন সাত জন। তাঁদের খোঁজে জরুরিভিত্তিতে উদ্ধার কার্যে ঝাঁপিয়ে পড়েছে রাজ্য প্রশাসন। সোমবার হিমাচল প্রদেশের মান্ডি জেলায় আকস্মিক বন্যা পরিস্থিতি ভাসিয়ে নিয়ে যায় সবকিছু। ভেসে যান মানুষও।
হিমাচল প্রদেশে বৃষ্টির প্রকোপ অব্যাহত রয়েছে। তার ফলে সোমবার মান্ডি হড়পা বান এসে ভাসিয়ে নিয়ে গিয়েছে সাত ব্যক্তিকে। মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু বলেছেন, পুলিশ এবং দুর্যোগ মোকাবিলা বাহিনী একযোগে উদ্ধার কার্য শুরু করেছে। তাঁরা তলিয়ে যাওয়া সাতজনকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা
এনবিএস/ওডে/সি