ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫ | ৬ বৈশাখ ১৪৩২
Logo
logo

মোদীর স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রিত কারা, তালিকা দেখলে চমকে যাবেন


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৪ আগস্ট, ২০২৩, ০৮:০৮ পিএম

মোদীর স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রিত কারা, তালিকা দেখলে চমকে যাবেন

মোদীর স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রিত কারা, তালিকা দেখলে চমকে যাবেন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রিতের তালিকা ক্রমশ দীর্ঘ হচ্ছে। কৃষক, নার্স থেকে শুরু করে বিভিন্ন জগতের চমকপ্রদ নাম রয়েছে সেই তালিকায়। ১৫ অগাস্ট স্বাধীনতা দিবসের উদযাপনে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। সকলের চোখ তাই লালকেল্লার দিকে।

এ বছরের স্বাধীনতা দিবসে 'জন ভাগীদারি' ক্যাম্পেনের অংশ হিসেবে সমাজের বিভিন্ন স্তরের ১৮০০ জনেরও বেশি বিশেষ অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। স্বাধীনতার ৭৭তম দিবসটি কেন্দ্রীয় সরকার ব্যাপকভাবে উদযাপনের জন্য আয়োজন করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির লালকেল্লায় পতাকা উত্তোলন করবেন, তারপরে রীতি অনুযায়ী জাতির উদ্দেশে ভাষণ দেবেন।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা

এনবিএস/ওডে/সি