এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৪ আগস্ট, ২০২৩, ০৮:০৮ পিএম
লক্ষ্য উত্তর প্রদেশ থেকে ৮০ টি আসন জয়! -এর নতুন এক সদস্য বাড়াতে তৎপর বিজেপি
বিজেপির লক্ষ্য উত্তর প্রদেশ থেকে ৮০ টি আসন জয় করে কেন্দ্রে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসা। সেই উদ্দেশে ইতিমধ্যেই এনডিএ-র সদস্য দলের সংখ্যা ৩৮ ছুঁয়েছে। তা ভবিষ্যতে আরও বৃদ্ধির সম্ভাবনা।
বিজেপি উত্তর প্রদেশেই এনডিএ সদস্য সংখ্যা বাড়াতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। এব্যাপারে তাদের প্রথম পছন্দ জাট নেতা জয়ন্ত চৌধুরী। রাজ্যের পশ্চিমাঞ্চলে প্রভাব থাকা জয়ন্ত চৌধুরীর আরএলডি এখন উত্তর প্রদেশে সমাজবাদী পার্টির সহযোগী দল হিসেবেই চিহ্নিত হয়ে রয়েছে।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা
এনবিএস/ওডে/সি