ঢাকা, রবিবার, এপ্রিল ২০, ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২
Logo
logo

 ফের বর্ষার কোপে উত্তরাখণ্ড, লাল সতর্কতা জারি -র


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৪ আগস্ট, ২০২৩, ০৮:০৮ পিএম

 ফের বর্ষার কোপে উত্তরাখণ্ড, লাল সতর্কতা জারি -র

 ফের বর্ষার কোপে উত্তরাখণ্ড, লাল সতর্কতা জারি -র

দুর্যোগ যেন কাটছেই না দেবভূমি উত্তরাখণ্ড থেকে। প্রবল বর্ষণে বিপর্যস্ত গোটা রাজ্যে। আজ উত্তরাখণ্ডে ভারী বর্ষণের লাল সতর্কতা জারি করা হয়েছে। এখনও পর্যন্ত উত্তরাখণ্ড চলতি বর্ষায় ৫৩ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন ৩৭ জন।

প্রবল বর্ষণে একাধিক জায়গায় হড়পা বান দেখা দিয়েছে। ধস নেমেছে একাধিক জায়গায়। আইএমডি ইতিমধ্যেই গোটা রাজ্যে ভারী থেকে অতিভারী বর্ষণের লাল সতর্কতা জারি করেছে। রেহাই নেই প্রতিবেশী রাজ্য হিমাচল প্রদেশেরও। সেখানেও প্রবল বর্ষণে একাধিক জায়গায় ধস নেমেছে।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা

এনবিএস/ওডে/সি