এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ০৫ সেপ্টেম্বর, ২০২১, ০৫:০৫ পিএম
শেয়ারবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের শেয়ারের লেনদেন সোমবার (৬ সেপ্টেম্বর) বন্ধ থাকবে। বার্ষিক সাধারণ সভা (এজিএম) সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে কোম্পানিটির লেনদেন বন্ধ রাখা হবে।
রোববার (৫ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে গত বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) স্পট মার্কেটে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের শেয়ার লেনদেন শুরু হয়। স্পট মার্কেটে কোম্পানিটির লেনদেন রোববার শেষ হয়েছে।
রেকর্ড ডেটের পর মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) থেকে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের শেয়ারের লেনদেন স্বাভাবিক নিয়মে চালু হবে।