ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

রাশিয়ার দাবি, ইউক্রেনের লড়াই করার ক্ষমতা ‘প্রায় শেষ’ 


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৬ আগস্ট, ২০২৩, ০১:০৮ পিএম

রাশিয়ার দাবি, ইউক্রেনের লড়াই করার ক্ষমতা ‘প্রায় শেষ’ 

রাশিয়ার দাবি, ইউক্রেনের লড়াই করার ক্ষমতা ‘প্রায় শেষ’ 

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু এ দাবি করেছেন। তিনি বলেছেন, ইউক্রেনীয় সেনারা ক্লান্ত হয়ে এসেছে, তাদের অস্ত্রও ফুরিয়ে গেছে। বর্তমানে তাদের লড়াই করার ক্ষমতা ‘প্রায় শেষ’।

গত মঙ্গলবার (১৫ আগস্ট) একটি নিরাপত্তা সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। রুশ প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মাধ্যমে পশ্চিমাদের কথিত শক্তিশালী অস্ত্রের আসল রূপ প্রকাশ পেয়ে গেছে। আর পশ্চিমাদের অস্ত্রের এসব দুর্বলতার তথ্য রাশিয়া খুব শিগগিরই প্রকাশ করবে।

দখলকৃত অঞ্চলগুলো থেকে রাশিয়ার সেনাদের হটিয়ে দিতে চলতি বছরের জুনে পাল্টা আক্রমণ শুরু করে ইউক্রেনের সেনাবাহিনী। এই অভিযান শুরুর আগে ইউক্রেনকে পশ্চিমারা অসংখ্য অস্ত্র ও গোলাবারুদ দেয়। তবে রুশ বাহিনীর শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থার কারণে ইউক্রেন যুদ্ধক্ষেত্রে তেমন সাফল্য অর্জন করতে পারেনি।

শোইগু বলেছেন, ‘বিশেষ সামরিক অভিযানে, পশ্চিমাদের অস্ত্রের কথিত শ্রেষ্ঠত্বের অসংখ্য অতিকথার আসল তথ্য ফাঁস হয়েছে। যুদ্ধের প্রাথমিক ফলাফলে দেখা যাচ্ছে ইউক্রেনের সেনাবাহিনীর যুদ্ধ করার ক্ষমতা প্রায় শেষ হয়ে এসেছে।’

২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে পূর্ণ মাত্রার সামরিক অভিযান চালানোর নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তারা কয়েকদিনের মধ্যে পুরো ইউক্রেনের পাঁচ ভাগের এক ভাগ অংশ দখল করে নেয়।  সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি