ঢাকা, সোমবার, এপ্রিল ২১, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ছে জ্বালানি তেলের দাম


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৬ আগস্ট, ২০২৩, ০৩:০৮ পিএম

আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ছে জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ছে জ্বালানি তেলের দাম

জ্বালানি বাজারসংশ্লিষ্ট অনলাইন অয়েলপ্রাইস ডটকম জানায়, সৌদি আরব দৈনিক ১০ লাখ ব্যারেল তেল উৎপাদন হ্রাস করার পর থেকে এ পর্যন্ত বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে প্রায় ১৫ শতাংশ। সরবরাহ ঘাটতির শঙ্কায় দাম আরো বাড়তে পারে। 

গত মাসে পণ্যবাজার বিশ্লেষকরা পূর্বাভাস দিয়েছেন, সৌদি আরব  উৎপাদন হ্রাস দীর্ঘ মেয়াদে অব্যাহত রাখবে। সৌদি সংবাদ সংস্থা এসপিএ জানায়, সেপ্টেম্বরেও তারা দৈনিক ১০ লাখ ব্যারেল উৎপাদন হ্রাস অব্যাহত রাখবে। 

অন্যদিকে বড় আমদানিকারক দেশগুলোর চাহিদা কমার কারণেও সৌদি আরব আরো অতিরিক্ত উৎপাদন কমাতে পারে। চীনের সর্বশেষ পরিসংখ্যানে দেখা যায়, দেশটির অপরিশোধিত জ্বালানি তেলে আমদানি কমে হয়েছে দৈনিক ২৪ লাখ ১২ হাজার ব্যারেল, যা ছয় মাসে সর্বনিম্ন। এরই মধ্যে ভারতেও জুলাইয়ে তেলের চাহিদা ছিল দৈনিক ৪৭ লাখ ব্যারেল, যা ওয়াল স্ট্রিটের প্রত্যাশার চেয়ে কম।

স্ট্যান্ডার্ড চার্টার্ডের পণ্যবাজার বিশ্লেষকরা বলছেন, সৌদি আরব এর চেয়ে বেশি উৎপাদন হ্রাস করবে না, কারণ সামনের দিনগুলোতে তেলের মজুদ কমে আসবে। 

স্ট্যান্ডার্ড চার্টার্ডের পণ্যবাজার বিশ্লেষকরা বলছেন, আগস্ট মাসে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ ঘাটতি থাকবে দৈনিক ২৮ লাখ ১০ হাজার ব্যারেল।

 সেপ্টেম্বরে থাকবে ২৪ লাখ ৩০ হাজার ব্যারেল এবং নভেম্বর ও ডিসেম্বরে ঘাটতি থাকবে দৈনিক ২০ লাখ ব্যারেলের বেশিসূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি