ঢাকা, বুধবার, এপ্রিল ১৬, ২০২৫ | ৩ বৈশাখ ১৪৩২
Logo
logo

ওয়ালটন হাই-টেকের এজিএম ২৯ সেপ্টেম্বর


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ০৭ সেপ্টেম্বর, ২০২১, ০৪:৫৫ পিএম

ওয়ালটন হাই-টেকের এজিএম ২৯ সেপ্টেম্বর

শেয়ারবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের ১৫তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২৯ সেপ্টেম্বর (বুধবার) দুপুর ১২টায় ডিজিটাল প্ল্যাটফর্মে এ এজিএম হবে।

কোম্পানিটির এজিএমে ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও ঘোষিত লভ্যাংশ অনুমোদন দেওয়া হবে। এছাড়া, কোম্পানিটির পরিচালক নির্বাচন ও নিরীক্ষকদের ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত সমাপ্ত হিসাব বছরের রেমুনারেশন নির্ধারণ করা হবে।

ওয়ালটন প্লাজা এবং ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের মধ্যে চুক্তি এবং কোম্পানিটির আইকনিক টাওয়ারের জন‌্য জমি কেনার বিষয়টি অনুমোদন করা হবে।


একই সঙ্গে এজিএমে কোম্পানিটির নাম ‘ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ’ এর পরিবর্তে ‘ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’ করার বিষয়টি শেয়ারহোল্ডারদের সামনে অনুমোদনের জন্য উত্থাপন করা হবে।