ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

শস্যচুক্তি বাতিলের পর ইউক্রেন ছাড়লো প্রথম জাহাজ


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৬ আগস্ট, ২০২৩, ০৬:০৮ পিএম

শস্যচুক্তি বাতিলের পর ইউক্রেন ছাড়লো প্রথম জাহাজ

শস্যচুক্তি বাতিলের পর ইউক্রেন ছাড়লো প্রথম জাহাজ

 রাশিয়া কৃষ্ণসাগরীয় খাদ্যশস্য চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর প্রথমবার ওডেসা বন্দর ছেড়ে গেলো একটি জাহাজ। বুধবার ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর ছাড়ে হংকং পতাকাবাহী শস্য বোঝাই জাহাজটি। 

সামাজিকমাধ্যম ফেসবুকে পোস্টে ইউক্রেনের ডেপুটি প্রধানমন্ত্রী ওলেক্সান্ডার কুব্রাকভ বলেছেন, হংকং পতাকাবাহী জাহাজ জোসেফ শুল্টে ২ হাজার ১১৪ টি কার্গোতে খাদ্যপণ্যসহ ৩০ হাজার মেট্রিক টন মালামাল নিয়ে বসফরাস প্রণালীর দিকে রওনা হয়েছে।

কুব্রাকভ যিনি একই সঙ্গে দেশটির অবকাঠামো মন্ত্রীও, আল জাজিরাকে জানিয়েছেন, জাহাজটি কৃষ্ণ সাগর বন্দরের বেসামরিক জাহাজের জন্য প্রতিষ্ঠিত অস্থায়ী করিডোর ব্যবহার করছে।

এর আগে ইউক্রেন ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের (আইএমও) কাছে আপিলের সময় এই পথের প্রস্তাব করে।

করিডোরটি প্রাথমিকভাবে রাশিয়ার আক্রমণের সময় ইউক্রেনীয় বন্দর চোরনোমর্স্ক, ওডেসা এবং পিভডেনিতে থাকা জাহাজগুলোকে সরিয়ে নেওয়ার জন্য ব্যবহৃত হবে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে সর্বাত্মক আক্রমণ শুরু করলে জাহাজটি ইউক্রেনের বন্দরে আটকা পড়ে। যুদ্ধ শুরুর প্রথমবার ভাসলো এটি। সূত্র: সিএনএন

গত বছরের জুলাইয়ে জাতিসংঘের মধ্যস্থতা ও তুরস্কের উদ্যোগে রাশিয়া ও ইউক্রেন কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেনীয় খাদ্যশস্য রপ্তানির চুক্তি করেছিল। 

কিন্তু চুক্তির শর্ত মানা হচ্ছে না, এমন অভিযোগ তুলে চুক্তি থেকে বেরিয়ে যায় মস্কো। এ অবস্থায় রাশিয়া সতর্ক করেছে, ইউক্রেনের দিকে যাওয়া জাহাজগুলো অস্ত্র বহন করছে বলে গণ্য করা হবে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি