এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৬ আগস্ট, ২০২৩, ০৮:০৮ পিএম
আপাতত বৃষ্টি থেকে মুক্তি নেই, ২৪ ঘণ্টায় ৬০ জনের মৃত্যু হিমাচল প্রদেশে
প্রকৃতির রোষে বিপর্যস্ত হিমাচল প্রদেশের। তছনচ হয়ে গিয়েছে রাজ্যের অধিকাংশ এলাকাষ। গত ২৪ ঘণ্টায় হিমাচল প্রদেশে প্রবল বর্ষণের জেরে ৬০ জনের মৃত্যু হয়েছে। এই বৃষ্টির মরণ কামড় থেকে আপাতত রেহাই মিলছে না। জানিয়ে দিয়েছে আইএমডি।
এখনও ৫ দিন লাগাতার বর্ষণ চলবে হিমাচল প্রদেশে। গতকাল থেকে প্রবল বর্ষণে হিমাচল প্রদেশের একাধিক জায়গায় ধস নেমেছে। মেঘভাঙা বৃষ্টিতে একাধিক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। অসংখ্য বাড়ি ঘর ভেঙে গিয়েছে। বুধবার সকালে হিমালচল প্রদেশের কৃষ্ণা নগরে আরও ২ জনের মৃত্যু হয়েেছ।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা
এনবিএস/ওডে/সি