ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

সীমান্তে ৪ ইউক্রেনিয়ান সেনাকে গুলি করে হত্যার দাবি রাশিয়ার


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৭ আগস্ট, ২০২৩, ০৭:০৮ পিএম

সীমান্তে ৪ ইউক্রেনিয়ান সেনাকে গুলি করে হত্যার দাবি রাশিয়ার

সীমান্তে ৪ ইউক্রেনিয়ান সেনাকে গুলি করে হত্যার দাবি রাশিয়ার

ইউক্রেনের দক্ষিণের ওডেসা অঞ্চলে দানিউব নদীর একটি বন্দরে বুধবার ড্রোন হামলা চালায় রাশিয়া। এতে বন্দরটির ক্ষতি হয়েছে। রাশিয়া গত বুধবার দাবি করে যে, চার জন ইউক্রেনীয় সেনা দেশটির উত্তরাঞ্চলের ব্রাইনস্ক এলাকার সীমান্ত পার হওয়ার চেষ্টা করে। এসময় রাশিয়ার সেনারা তাদেরকে গুলি করে হত্যা করে।

রাশিয়ার ব্রাইনস্ক আঞ্চলিক গভর্নর আলেকজান্ডার বোগোমাজ টেলিগ্রাম চ্যানেলকে বলেন, নাশকতা ও গোয়েন্দা চক্রের ৬ সদস্য রাশিয়ায় প্রবেশের চেষ্টা করেছিল। রুশ প্রতিরক্ষা ও সীমান্ত নিরাপত্তা বিভাগ তা ব্যর্থ করে দিয়েছে। তারা তাদেরকে ৫ জনকে হত্যা করেছে।

বার্তা সংস্থা তাস জানায়, এরআগে মঙ্গলবার ব্রাইনস্ক অঞ্চলের স্টারোডুবস্কি জেলায় নাশকতা ও গোয়েন্দা চক্রের সদস্যরা প্রবেশের চেষ্টা করে। সে সময় একজন কৃষি শ্রমিক আহত হন। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি