এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৭ আগস্ট, ২০২৩, ০৭:০৮ পিএম
সুরক্ষার জন্যেই বেশিরভাগ মার্কিনি বন্দুক কেনেন
পিউ রিসার্চের জরিপ বলছে তিন-চতুর্থাংশ মার্কিনি বন্দুক কেনেন নিজের সুরক্ষার জন্যে। ২০১৭ সালে এ সংখ্যা ছিল ৬৭ শতাংশ। মার্কিন প্রাপ্তবয়স্কদের প্রায় অর্ধেকের এখন বন্দুক না থাকলেও তারা বলছেন ভবিষ্যতে নিজেরাই একটি বন্দুকের মালিক হতে পারবেন।
মার্কিনিরা সুরক্ষা ছাড়াও বন্দুকের মালিক হতে চান শিকার এবং খেলাধুলার শুটিংএর জন্যে। ৭১ শতাংশ বন্দুকের মালিক বলছেন তারা একটি বন্দুক রাখতে উপভোগ করেন, ৮১ শতাংশ বলেছেন বন্দুক থাকলে নিরাপদ বোধ করেন।
ক্তরাষ্ট্রে গ্রামে ৪৭ শতাংশ ও শহরতলিতে ৩০ শতাংশ এবং শহুরে এলাকায় ২০ শতাংশ মানুষের কাছে বন্দুক রয়েছে।
তবে কিছু বন্দুকের মালিক তাদের বাড়িতে বন্দুক থাকার বিষয়ে উদ্বিগ্ন। এদের সংখ্যা মাত্র ১২ শতাংশ। ৮৮ শতাংশ বলেছেন তারা মোটেও বন্দুক নিয়ে উদ্বিগ্ন নন।
যাদের হাতে বন্দুক নেই এমন মার্কিনিরা মনে করেন শীঘ্রই তারা এটির মালিক হবেন। নারীদের চেয়ে পুরুষরা বন্দুক কিনতে বেশি পছন্দ করেন।
৪৮ শতাংশ শে^তাঙ্গ, ৪০ শতাংশ হিস্পানিক ও ৩৮ শতাংশ এশিয় মার্কিন নাগরিক বলেছেন তারা ভবিষ্যতে নিজেদের একটি বন্দুকের মালিক হওয়ার কল্পনা করেন।
আমেরিকান ট্রেন্ডস প্যানেলের ৫,১১৫ সদস্যের মধ্যে গত ৫-১১ জুন পিউ রিসার্চ সেন্টার এ সমীক্ষায় এসব তথ্য খুঁজে পায়। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি