এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৮ আগস্ট, ২০২৩, ০৩:০৮ পিএম
মস্কোর কেন্দ্রস্থলে ফের ইউক্রেনের ড্রোন হামলা
ইউক্রেনের একটি ড্রোন মস্কোর কেন্দ্রস্থলের এক ভবনে আঘাত হেনেছে। নগরী বাণিজ্যিক এলাকাটিতে হামলার পর প্রচন্ড বিস্ফোরণ ঘটে। গোটা এলাকাতে এ শব্দ শোনা গেছে। রাশিয়ার কর্মকর্তারা এ খবর জানান।
মেয়র সের্গেই সর্বিয়ানিন বলেছেন, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটি গুলি করে ভূপাতিত করেছে এবং এ ধ্বংসাবশেষ নগরীর এক্সেপো সেন্টারের ওপর পড়েছে।
মস্কো নগরীর ওপর কয়েকদফা ড্রোন হামলার সর্বশেষ ঘটনা হল এ হামলা। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত অযাচাইকৃত ফুটেজে দেখা গেছে যে, মস্কোর রাতের আকাশে ধূসর ধোঁয়া উঠছে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক টেলিগ্রাম বার্তায় জানায়, স্থানীয় সময় রাত ৪টায় (১ জিএমটি) এ হামলা হয়। মন্ত্রণালয় জানায়, নগরী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা চালু করার পর ড্রোনটি গতিপথ বদল করে ক্রাসনোপ্রেসনেনস্কায়া বাঁধের কাছে অনাবাসিক ভবনের ওপর পড়ে। তবে এ ধ্বংসাবশেষ থেকে কোনো অগ্নিকাণ্ড ঘটেনি।
তাৎক্ষনিকভাবে ইউক্রেন এ হামলার ব্যাপারে কোনো মন্তব্য করেনি।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি