ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

মস্কোর কেন্দ্রস্থলে ফের ইউক্রেনের ড্রোন হামলা


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৮ আগস্ট, ২০২৩, ০৩:০৮ পিএম

মস্কোর কেন্দ্রস্থলে ফের ইউক্রেনের ড্রোন হামলা

মস্কোর কেন্দ্রস্থলে ফের ইউক্রেনের ড্রোন হামলা

ইউক্রেনের একটি ড্রোন মস্কোর কেন্দ্রস্থলের এক ভবনে আঘাত হেনেছে। নগরী বাণিজ্যিক এলাকাটিতে হামলার পর প্রচন্ড বিস্ফোরণ ঘটে। গোটা এলাকাতে এ শব্দ শোনা গেছে। রাশিয়ার কর্মকর্তারা এ খবর জানান।

মেয়র সের্গেই সর্বিয়ানিন বলেছেন, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটি গুলি করে ভূপাতিত করেছে এবং এ ধ্বংসাবশেষ নগরীর এক্সেপো সেন্টারের ওপর পড়েছে। 

মস্কো নগরীর ওপর কয়েকদফা ড্রোন হামলার সর্বশেষ ঘটনা হল এ হামলা। সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত অযাচাইকৃত ফুটেজে দেখা গেছে যে, মস্কোর রাতের আকাশে ধূসর ধোঁয়া উঠছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক টেলিগ্রাম বার্তায় জানায়, স্থানীয় সময় রাত ৪টায় (১ জিএমটি) এ হামলা হয়। মন্ত্রণালয় জানায়, নগরী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা চালু করার পর ড্রোনটি গতিপথ বদল করে ক্রাসনোপ্রেসনেনস্কায়া বাঁধের কাছে অনাবাসিক ভবনের ওপর পড়ে। তবে এ ধ্বংসাবশেষ থেকে কোনো অগ্নিকাণ্ড ঘটেনি।

তাৎক্ষনিকভাবে ইউক্রেন এ হামলার ব্যাপারে কোনো মন্তব্য করেনি।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি