ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

ইউক্রেনে পুতিনের লক্ষ্য অর্জিত হয়েছে, এখন দরকর আলোচনা: লুকাশেঙ্কো


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৮ আগস্ট, ২০২৩, ০৩:০৮ পিএম

ইউক্রেনে পুতিনের লক্ষ্য অর্জিত হয়েছে, এখন দরকর আলোচনা: লুকাশেঙ্কো

ইউক্রেনে পুতিনের লক্ষ্য অর্জিত হয়েছে, এখন দরকর আলোচনা: লুকাশেঙ্কো

বেলারুশের প্রেসিডেন্ট আলেণকজান্ডার লুকাশেঙ্কো বলেছেন, ইউক্রেন যুদ্ধে যোগ দিতে তার দেশের ওপর পুতিনের কোনো চাপ নেই। তবে বাইরের হামলা হলে বেলারুশ তার ভূ-খন্ডে মোতায়েন পরমাণু অস্ত্রসহ তার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা গ্রহণ করবে। 
বৃহস্পতিবার প্রকাশিত এক অনলাইন সাক্ষাৎকারে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো বলেছেন, ‘রাশিয়ার নেতা ভ্লাদিমির পুতিন ইউক্রেনে তার ‘লক্ষ্য’ অর্জন করেছেন। তাই এখন আলোচনার সময় এসেছে। এখন কিয়েভ ও মস্কোকে কোনো শর্ত ছাড়াই আলোচনার টেবিলে বসে ক্রিমিয়া উপদ্বীপসহ রাশিয়ার দাবিকৃত অঞ্চলগুলোর ভবিষ্যৎ চূড়ান্ত করতে হবে।

তিনি বলেন, তার ধারণা রাশিয়ার লক্ষ্য পূরণ হয়েছে এবং যুদ্ধ শেষ হওয়ার পর ইউক্রেন আর কখনো রাশিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক আচরণ করবে না।

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনে ঘনিষ্ঠ মিত্র লুকাশেঙ্কো। তার দেশ বেলারুশের সঙ্গে রাশিয়া, ইউক্রেন এবং পোলান্ডসহ ৩ ন্যাটো দেশের সীমান্ত রয়েছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি