ঢাকা, সোমবার, এপ্রিল ২১, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

নারী বিশ্বকাপ থেকে ফিফার আয় ৫৭ কোটি ডলার


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৮ আগস্ট, ২০২৩, ০৩:০৮ পিএম

নারী বিশ্বকাপ থেকে ফিফার আয় ৫৭ কোটি ডলার

নারী বিশ্বকাপ থেকে ফিফার আয় ৫৭ কোটি ডলার

আগামী রোববার স্পেন ও ইংল্যান্ডের মধ্যেকার লড়াই দিয়ে পর্দা নামবে নারী বিশ্বকাপের। সিডনি অলিম্পিক স্টেডিয়ামে ট্রফি জয়ের লক্ষ্যে মুখোমুখি হবে দুই দল। ম্যাচটি গ্যালারিতে উপভোগ করবেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। এর আগে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ২০২৩ নারী বিশ্বকাপ থেকে ফিফার আয় প্রায় ৫৭ কোটি মার্কিন ডলার, যা নতুন রেকর্ড।  

এর আগে কাতার বিশ্বকাপ থেকে ফিফা আয় করেছিল ৭৫০ কোটি মার্কিন ডলার। যা এখন পর্যন্ত যেকোনো বিশ্বকাপ থেকে সর্বোচ্চ আয়ের রেকর্ড। সেই তুলনায় নারীদের বিশ্বকাপ থেকে আয় হয়েছে অনেক কম। তবে ৫৭ কোটিও নারীদের ফুটবলে নতুন রেকর্ড। এবারের আসর থেকে এত আয় দেখে অবাক হয়েছেন খোদ ফিফা প্রেডিসেন্টও।

তিনি বলেন, এবারের বিশ্বকাপ থেকে আয় হয়েছে ৫৭ কোটি মার্কিন ডলার। আমরা কোনো লোকসান করিনি এবং ক্রীড়া ইতিহাসে ছেলেদের বিশ্বকাপের পর দ্বিতীয় সর্বোচ্চ আয় করেছি। 

দলের সংখ্যা বৃদ্ধি করা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ফিফা সঠিক সিদ্ধান্ত নিয়েছে। এবারের আসর তার বক্তব্যের পক্ষেই কথা বলছে। অনেকেই ভেবেছিলেন দলের সংখ্যা বেড়ে যাওয়ায় বিশ্বকাপের অনেক ম্যাচে একতরফা প্রতিদ্বন্দ্বিতা হবে। কিন্তু বাস্তবে তা হয়নি। নাইজেরিয়া, দক্ষিণ আফ্রিকা, জ্যামাইকা ও মরক্কোর মতো দলগুলো যাদের র‌্যাংকিংয়ে অবস্থান ৪০-এর আশেপাশে, তারাও গ্রুপ পর্ব পেরিয়ে গেছে। 

তিনি আরো বলেন, আমরা বিশ্বকাপে দলের সংখ্যা বাড়িয়ে ৩২-এ উন্নীত করেছি। আমার মনে আছে সমালোচকরা বলেছিল এই পরিকল্পনা ব্যর্থ হবে। অনেকে বলেছিল অনেক ম্যাচের স্কোর হতে পারে ১৫-০, যা মেয়েদের ফুটবলের জন্য ক্ষতির কারণ হবে। কিন্তু আগের মতোই ফিফা এক্ষেত্রে সঠিক প্রমাণিত হয়েছে। নতুন ৮টি দলের অভিষেক হয়েছে। বিশ্বের অনেক দেশ এখন ভাবতে পারে যে, তাদেরও বিশ্বকাপ খেলার সুযোগ আছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি