ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

সিরিয়া ওয়ইপিজি সন্ত্রাসীদের প্রশিক্ষণ দিচ্ছে মার্কিন সেনারা 


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৮ আগস্ট, ২০২৩, ০৬:০৮ পিএম

সিরিয়া ওয়ইপিজি সন্ত্রাসীদের প্রশিক্ষণ দিচ্ছে মার্কিন সেনারা 

সিরিয়া ওয়ইপিজি সন্ত্রাসীদের প্রশিক্ষণ দিচ্ছে মার্কিন সেনারা 

মার্কিন সামরিক বাহিনী বৃহস্পতিবার উত্তর সিরিয়ায় সন্ত্রাসী গ্রুপ পিকেকের সিরীয় শাখা ওয়াইজিপির সদস্যদের সঙ্গে সশস্ত্র মহড়া চালিয়েছে। স্থানীয় সূত্রের বরাত দিয়ে বাতাসংস্থা আনাদোলু এজেন্সি এ খবর জানায়।

স্থানীয় সূত্র জানায়, হাসাকাহ প্রদেশের কামিশলি অঞ্চলে এ মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় পিকেকে/ ওয়াইপিজির বহু সদস্য অংশ নেয়।

হাসাাকাহর আশ শাদাদাদি অঞ্চলে পিকেকের আরেকটি গ্রুপ ইরাক ভিত্তিক পিইউকে সন্ত্রাসীদের সঙ্গে একই দিনে মহড়া চালায় মার্কিন সেনারা।

মহড়ায় বিমানবিধ্বংসী অস্ত্র, মার্কিন তৈরি ব্রাডলি সাজোঁয়াযান ও অন্যান্য ভারী অস্ত্রশস্ত্র ব্যবহার করা হয়। এছাড়া এ সময় সন্ত্রাসীরা হেলিকপ্টার, স্থির ও চলমান টার্গেটে ট্যাংক বিধ্বংসী ক্ষেপনাস্ত্র এবং তাপ অনুসন্ধানী স্নাইপার রাইফেল থেকে গুলি চালানোরও মহড়া দেয়।

প্রশিক্ষণ মহড়া সম্পন্ন করার পর ১৫০ সদস্যের একটি সন্ত্রাসী গ্রুপকে সিরিয়ার পূর্বাঞ্চলের দেইর-ইজ্জোরের মার্কিন দখলকৃত ওমর তেল ক্ষেত্রে মোতায়েন করা হবে। মোতায়েনের পর যুক্তরাষ্ট্র এসব সন্ত্রাসীকে পূর্ণ অস্ত্রসজ্জিত করবে বলে জানা গেছে।

মার্কিন সেনাবাহিনী প্রায়ই হাসাকাহর মাউন্ট আব্দুল আজিজ অঞ্চলে, পূর্বাঞ্চলের আল-ওমার তেলক্ষেত্র এবং দেইর-ইজ্জোর প্রদেশের কনোকো অঞ্চলে পিকেকে/ওয়াইপিজি সন্ত্রাসী গ্রুপগুলোকে প্রশিক্ষণ ও অস্ত্রশস্ত্র  সরবরাহ করে যাচ্ছে। এ অঞ্চলগুলো এসব সন্ত্রাসীর নিয়ন্ত্রণে রয়েছে। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি