ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান দিতে ডেনমার্ক ও নেদারল্যান্ডসকে ব্লিঙ্কেনের চিঠি


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ১৯ আগস্ট, ২০২৩, ০১:০৮ পিএম

ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান দিতে ডেনমার্ক ও নেদারল্যান্ডসকে ব্লিঙ্কেনের চিঠি

ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান দিতে ডেনমার্ক ও নেদারল্যান্ডসকে ব্লিঙ্কেনের চিঠি

পাইলটদের প্রশিক্ষণ শেষ হওয়ার পরপরই ডেনমার্ক ও নেদারল্যান্ডস থেকে এফ-১৬ যুদ্ধবিমান ইউক্রেনকে সরবরাহ করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন। গত বৃহস্পতিবার মার্কিন কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

আকাশযুদ্ধে রাশিয়ার একাধিপত্য ঠেকাতে এফ-১৬ যুদ্ধবিমান পেতে ব্যাপক দেনদরবার করে আসছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। অবশেষে অত্যাধুনিক এই যুদ্ধবিমান পেতে যাচ্ছে দেশটি।

মার্কিন কর্মকর্তারা জানান, পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ডেনমার্ক ও নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রীকে লেখা চিঠিতে যুদ্ধবিমান পাঠানোর অনুরোধ অনুমোদনের বিষয়ে আশ্বস্ত করেছেন। চিঠির একটি অনুলিপি দেখতে পেয়েছে বার্তাসংস্থা রয়টার্স। চিঠিতে ব্লিঙ্কেন লিখেছেন, ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান সরবরাহ এবং যোগ্য এফ-১৬ প্রশিক্ষক দিয়ে ইউক্রেনীয় পাইলটদের প্রশিক্ষণের বিষয়ে যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থনের কথা জানাতে আমি এ চিঠি লিখছি।

যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে নেদারল্যান্ডস। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে নেদারল্যান্ডসের পররাষ্ট্রমন্ত্রী ওপকে হোয়েক্সট্রা বলেছেন, ইউক্রেনে এফ-১৬ যুদ্ধবিমান পাঠানোর পথ সুগম করতে ওয়াশিংটনের নেওয়া সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। আমরা আমাদের ইউরোপীয় মিত্রদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করব।

ইউক্রেনকে যুদ্ধবিমান সরবরাহের বিষয়টি নিয়ে আলোচনার কথা জানিয়েছে ডেনমার্কও। দেশটির প্রতিরক্ষামন্ত্রী জ্যাকব এলেমান-জেনসেন গত শুক্রবার স্থানীয় একটি বার্তা সংস্থাকে বলেন, পাইলটদের প্রশিক্ষণের পর যুদ্ধবিমান প্রদান করাটা পরবর্তী স্বাভাবিক পদক্ষেপ। আমরা ঘনিষ্ঠ মিত্রদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করছি। আশা করছি শিগগিরই এ বিষয়ে সুনির্দিষ্ট পদক্ষেপ নিতে পারব।

শুক্রবার ডেনমার্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ডেনমার্কে চলতি মাসের শেষের দিকে ইউক্রেনের পাইলটদের এফ-১৬ যুদ্ধবিমান চালানোর প্রশিক্ষণ দেওয়া শুরু করবে ১১টি দেশের একটি জোট। এর আগে গত জুলাইতে ডেনমার্কের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ট্রোয়েলস পোলসেন বলেছিলেন, ২০২৪ সালের শুরুতে এই প্রশিক্ষণের ‘ফলাফল’ দেখতে পাবেন বলে তিনি আশা করছেন।

এর আগে মে মাসে ইউক্রেনের পাইলটদের এফ-১৬ যুদ্ধবিমান চালানোর প্রশিক্ষণ কর্মসূচির অনুমোদন দিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এ জন্য ডেনমার্ক ছাড়াও রোমানিয়ায় একটি প্রশিক্ষণ কেন্দ্র খোলা হয়েছে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি