ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

ইউক্রেন যুদ্ধে উভয়পক্ষে প্রায় ৫ লাখ হতাহত


এনবিএস ওয়েবডেস্ক     প্রকাশিত:  ১৯ আগস্ট, ২০২৩, ০১:০৮ পিএম

ইউক্রেন যুদ্ধে উভয়পক্ষে প্রায় ৫ লাখ হতাহত

ইউক্রেন যুদ্ধে উভয়পক্ষে প্রায় ৫ লাখ হতাহত

 এরমধ্যে ইউক্রেনের ৭০ হাজার সৈন্য নিহত এবং এক লাখ থেকে এক লাখ ২০ হাজার আহত হয়েছে। নিউ ইয়র্ক টাইমস অজ্ঞাতনামা মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে শুক্রবার এ খবর জানায়। 

পত্রিকাটি জানায়, কর্মকর্তারা অবশ্য সতর্ক করে দিয়ে বলেছেন, হতাহতের সংখ্যা নিশ্চিত করা খুবই কঠিন। কারণ রাশিয়া নিয়মিতভাবে তার মৃত ও আহত সেনাদের সংখ্যা কম করে দেখিয়ে থাকে। আর কিয়েভ কখনোই এ সংক্রান্ত সরকারী হিসাব প্রকাশ করে না।

রাশিয়ার হতাহত সেনার সংখ্যা প্রায় ৩ লাখ। এর মধ্যে এক লাখ ২০ হাজার জন নিহত হয়েছে এবং এক লাখ ৭০ হাজার থেকে এক লাখ ৮০ হাজার আহত হয়েছে।

নিউ ইয়র্ক টাইমস জানায়, চলতি বছরের প্রথম দিকে ইউক্রেন পাল্টা হামলা চালানোর পর হতাহতের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

ইউক্রেনের সেনাবাহিনী বৃহস্পতিবার দাবি করে যে, তাদের সেনারা দক্ষিণপূর্বাঞ্চলীয় রণাঙ্গনে রুশ বাহিনীর বিরুদ্ধে পাল্টা আক্রমণে সাফল্য অর্জন করেছে। তারা একটি গ্রাম দখল করেছে। গত ২৭ জুলাইর পর এটি প্রথম সাফল্য। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি