এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৯ আগস্ট, ২০২৩, ০১:০৮ পিএম
আর্জেন্টিনার সোল দ্য মায়ো ক্লাবে যোগ দিলেন জামাল ভূঁইয়া
বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া তৃতীয় বিভাগের ক্লাবটির সঙ্গে চুক্তি সম্পন্ন করেছেন। এর আগে বুয়েন্স আয়ার্সের এ ক্লাবটির সঙ্গে জামালের দেড় বছরের চুক্তি করার কথা শোনা যাচ্ছিল।
সোল দা মায়োর সঙ্গে আলোচনা নিয়ে এতোদিন মুখ খোলেননি জামাল। এরই মাঝে তিনি আগামী মৌসুমেও ঘরোয়া আসরে শেখ রাসেলে খেলবেন বলে জানিয়েছেন।
শুক্রবার রাত সোয়া ৯টায় নিজের ফেসবুক পেইজ থেকে জামাল চুক্তি সই অনুষ্ঠানের লাইভ ভিডিও প্রকাশ করেন। স্প্যানিশ ভাষায় জামালকে প্রশ্ন করা হলে দোভাষীর সাহায্যে তার উত্তর দেন তিনি। শুরুতে ক্লাবের সভাপতি আদেন ভালদেবেনিতো স্বাগত জানান জামালকে। এছাড়া তাকে দেওয়া ক্লাবের প্রতিশ্রুতি রক্ষার কথাও জানান ভালদেবেনিতো।
পরবর্তীতে সোল দা মায়োর জার্সি হাতে ফটোসেশনের পর তিনি চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
নতুন ক্লাবের সঙ্গে যাত্রা প্রসঙ্গে জামাল বলেন, আমার অভিজ্ঞতা অনুযায়ী এই ক্লাবকে সাহায্য করতে চাই। বেশ কিছু আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে আমার। সে অনুসারে দলে নতুন প্রাণশক্তি দিতে চাই। আমি চাই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সোল দা মায়োরকে আরও এক ধাপ ওপরে নিয়ে যেতে।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি