ঢাকা, মঙ্গলবার, এপ্রিল ২২, ২০২৫ | ৮ বৈশাখ ১৪৩২
Logo
logo

করোনাভাইরাসের উচ্চ সংক্রমণশীল নতুন ধরন শনাক্ত


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৯ আগস্ট, ২০২৩, ০৭:০৮ পিএম

করোনাভাইরাসের উচ্চ সংক্রমণশীল নতুন ধরন শনাক্ত

 করোনাভাইরাসের উচ্চ সংক্রমণশীল নতুন ধরন শনাক্ত

 তিন বছর আগে বিশ্বকে কাঁপিয়ে দিয়ে শুরু হওয়া মহামারি শেষ হয়েছে, কিন্তু এখনও তেজ কমেনি করোনাভাইরাসের। সম্প্রতি প্রাণঘাতী এই ভাইরাস সনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রসহ চারটি দেশে।

ভাইরাসটির আরও একটি নতুন ও উচ্চ সংক্রমণশীল নতুন একটি ধরন। নতুন শনাক্ত হওয়া এই ধরনটির নাম দেওয়া হয়েছে বিএ পয়েন্ট ২ পয়েন্ট ৮৬। ডাক নাম পেরোলা। যুক্তরাষ্ট্র, ডেনমার্ক, যুক্তরাজ্য ও ইসরায়েলে এই ধরনটিতে আক্রান্ত রোগী পাওয়া গেছে বলে বৃহস্পতিবার এক টুইটবার্তায় জানিয়েছে মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা সংস্থা সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)।

একই দিন পৃথক এক টুইটবার্তায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, নতুন শনাক্ত হওয়া বিএ পয়েন্ট ২ পয়েন্ট ৮৬ ভাইরাসটিকে ‘ভ্যারিয়েন্ট আন্ডার মনিটরিং’র তালিকাভুক্ত করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও রোধ কেন্দ্রের পরিচালক ডক্টর ম্যান্ডি শুক্রবার বলেছেন, শনাক্ত হওয়া নতুন ধরন নিয়ে আতংকিত হওয়া উচিৎ হবে না। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি