ঢাকা, বৃহস্পতিবার, এপ্রিল ২৪, ২০২৫ | ১০ বৈশাখ ১৪৩২
Logo
logo

উন্মুক্ত হলো মেঘদল’র ‘অ্যালুমিনিয়ামের ডানা’


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৯ আগস্ট, ২০২৩, ০৮:০৮ পিএম

উন্মুক্ত হলো মেঘদল’র ‘অ্যালুমিনিয়ামের ডানা’

 উন্মুক্ত হলো মেঘদল’র ‘অ্যালুমিনিয়ামের ডানা’

বাংলা সংগীতের শ্রোতাপ্রিয় ব্যান্ডদল ‘মেঘদল’ ইতোমধ্যেই তাদের আলাদা গ্রহণযোগ্যতা তৈরি করেছে। গত বছর তাদের ‘এ হাওয়া’ শিরোনামের গানের মাধ্যমে সর্বমহলেই জনপ্রিয়তা কুড়িয়েছেন। এবার দলটি তাদের নতুন একটি গান অনলাইনে উন্মুক্ত করেছে। এই ব্যান্ডের নতুন অ্যালবাম ‘অ্যালুনিমিয়ামের ডানা’। যেটার পাঁচটি গান ইতোপূর্বে প্রকাশ হয়েছে। এবার প্রকাশিত হলো টাইটেল গানটি। সূত্র: মেঘদল’র ফেসবুক পেজ

শুক্রবার সন্ধ্যায় ব্যান্ডটির ইউটিউব চ্যানেলে ভিডিওসহ গানটি উন্মুক্ত করা হয়েছে। গানটির কথা রচনার পাশাপাশি এতে কণ্ঠ দিয়েছেন শিবু কুমার শীল ও মেজবাউর রহমান সুমন। গানের শুরুটা এরকম- ‘দেখা হতে পারে, এমনও রৌদ্র ভেঙে/ একটা মরা পাখি, উড়ে যাবে বেদনাহতের মতো, অমরত্বের দিকে’।

নতুন এই গান এবং অ্যালবাম প্রসঙ্গে ‘মেঘদল’র মূল ভোকাল শিবু কুমার শীল তাদের ফেসবুক পেজে বলেন, ‘২০০৯ সালের পরের কথা; তখনও মেঘদলের তৃতীয় অ্যালবামের ভাবনা মাথায় ছিল না। অনেক সংগ্রামের ভেতর দিয়ে কেবল দ্বিতীয় অ্যালবামটা শেষ করেছি। এরকম সময়ে গল্পকার স্বপ্নময় চক্রবর্তীর একটা গল্প পড়েছিলাম, নাম ‘অ্যালুমিনিয়ামের ডানা’। একটা ফিউচারিস্টিক গল্প। কিন্তু আমার মনে গেঁথে গেলো শিরোনামটা। আমার মনে হলো এই শিরোনামের ভেতর একটা অদ্ভুত ধাতব আর নির্মম সময়ের রিফ্লেকশন আছে। আমার গানে আমি যে সময়ের গল্প বলতে চাই বা যে ভাঙাচোরা মানুষের কথা বলতে চাই, তার সঙ্গে এই শিরোনামের ঐক্য খুঁজে পেলাম।’

শিবু জানান, ‘অ্যালুমিনিয়ামের ডানা’ গানের কথা অবশ্য ওই ঘটনার বহু আগেই লেখা। তবে সেটি ছিল শিরোনামহীন অবস্থায়। এর ফাঁকে নতুন নতুন গানে ব্যান্ডটি শ্রোতাদের আকৃষ্ট করতে থাকে। আর আড়ালে পড়ে থাকে সেই গানটি। দীর্ঘ সময় পর অবশেষে এটি প্রাণ পেলো।

উল্লেখ্য, ‘অ্যালুমিনিয়ামের ডানা’ হলো মেঘদলের তৃতীয় অ্যালবাম। এতে মোট ১০টি গান থাকছে। এর মধ্যে ষষ্ঠ তথা টাইটেল গান সদ্য প্রকাশ হলো। বাকি চারটি গান এ বছরই বাজারে আনতে চায় ব্যান্ডটি। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা

এনবিএস/ওডে/সি