ঢাকা, শনিবার, এপ্রিল ১৯, ২০২৫ | ৬ বৈশাখ ১৪৩২
Logo
logo

পেঁয়াজের দাম বৃদ্ধি রুখতে বড় পদক্ষেপ মোদী সরকারের! আরোপ করা হল রপ্তানি শুল্ক


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ১৯ আগস্ট, ২০২৩, ০৮:০৮ পিএম

পেঁয়াজের দাম বৃদ্ধি রুখতে বড় পদক্ষেপ মোদী সরকারের! আরোপ করা হল রপ্তানি শুল্ক

পেঁয়াজের দাম বৃদ্ধি রুখতে বড় পদক্ষেপ মোদী সরকারের! আরোপ করা হল রপ্তানি শুল্ক

 সারা দেশে ধীরে ধীরে বাড়ছে পেঁয়াজের দাম। সেই দাম বৃদ্ধি নিয়ন্ত্রণের মধ্যে রাখতে রপ্তানিতে কার্যত বাধা তৈরি করল মোদী সরকার। ৪০ শতাংশ রপ্তানি শুল্ক আরোপ করা হয়েছে। এই সিদ্ধান্তের কথা জানিয়েছে অর্থমন্ত্রক। এই শুল্ক অবিলম্বে কার্যকর করতে বলা হয়েছে। দিন পনেরো আগে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছিল পেঁয়াজের দাম বাড়তে পারে। ক্রিসিলের তরফে পূর্বাভাসে বলা হয়েছিল, সেপ্টেম্বরে পেঁয়াজের দাম বর্তমানের দ্বিগুণ বেশি বাড়তে পারে। যা সেপ্টেম্বরে বৃদ্ধি পেলেও নতুন পেঁয়াজ উঠলে অক্টোবরে গিয়ে তা কমতে পারে।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা

এনবিএস/ওডে/সি


Read more at: https://bengali.oneindia.com/news/india/modi-govt-imposes-40-export-duty-on-onion-till-end-of-2023-196729.html