এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৯ আগস্ট, ২০২৩, ০৮:০৮ পিএম
লক্ষ্য মধ্যপ্রদেশে বিজেপিকে ক্ষমতাচ্যুত করা! কংগ্রেসের বাজি কর্নাটক-পরিকল্পনা, দেওয়া হল ৫ গ্যারান্টি
তীব্র মোদী-মোদী স্লোগানের মধ্যেও কংগ্রেস বিজেপির হাত থেকে কর্নাটক ছিনিয়ে নিয়েছে। এবার কংগ্রেসের লক্ষ্য মধ্যপ্রদেশ। যে ফর্মুলায় কংগ্রেস কর্নাটক জয় করেছিল, সেই ফর্মুলাই মধ্যপ্রদেশের জন্যও প্রয়োগ করতে চাইছে শতাব্দী প্রাচীন এই দল।
কর্নাটকের মতোই কংগ্রেস মধ্যপ্রদেশেও বিজেপি সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছে। কংগ্রেসের এই আক্রমণের মোকাবিলায় বিজেপিও তাদের কৌশল পরিবর্তন করেছে। মাস দুয়েক আগে জব্বলপুরে সভা করে গিয়েছেন প্রিয়ঙ্কা গান্ধী। সেখানে তিনি বলেছেন, কংগ্রেস কিছু গ্যারান্টি দিচ্ছে, যার ১০০ শতাংশ পূরণ তারা করবে।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা
এনবিএস/ওডে/সি