এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ১৯ আগস্ট, ২০২৩, ০৯:০৮ পিএম
২০ অগাস্ট থেকে বাংলা-সহ রাজ্যগুলিতে ভারী বৃষ্টিপাত! একনজরে আবহাওয়ার পূর্বাভাস
পশ্চিম হিমালয় অঞ্চলে ভারী বৃষ্টিপাতের স্পেশ শেষ হতে চলেছে। ২০ অগাস্ট থেকে উত্তর-পূর্ব ভারতে বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে দেশের বাকি অংশে আগামী তিন থেকে চারদিন বৃষ্টিপাত তুলনামূলক কম থাকতে চলেছে বলেই পূর্বাভাস আবহাওয়া দফতরের। আবহাওয়া দফতর জানিয়েছে, মৌসুমী অক্ষরেখার পশ্চিম দিকের অংশ হিমালয়ের পাদদেশে অবস্থান করছে। আর পূর্ব দিকের অংশ স্বাভাবিক অবস্থানে রয়েছে। পূর্ব দিকের অংশ ফের একবার ২১ অগাস্টের পর থেকে উত্তরমুখী হতে পারে।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা
এনবিএস/ওডে/সি