এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২০ আগস্ট, ২০২৩, ০২:০৮ পিএম
স্পালেত্তি ইতালির কোচের দায়িত্বে
দীর্ঘ ৩৩ বছর পর ইতালিয়ান সিরি আ-তে নাপোলির শিরোপা জয়ের অন্যতম কারিগর ছিলেন কোচ লুচানো স্পালেত্তি। তার এমন সাফল্যে এবার ইতালির জাতীয় দলের দায়িত্ব দেয়া হয়েছে এই বর্ষীয়ান কোচের কাঁধে। বার্তো মানচিনির স্থলাভিষিক্ত হলেন লুচানো।
হঠাৎই ইতালির কোচের পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন মানচিনি। ইউরো বাছাই পর্বের বেশ কিছু ম্যাচ বাকি সামনে। তাই দ্রুত নতুন কোচের সন্ধানে থাকে ইতালি ফুটবল ফেডারেশন। চারবারের বিশ্বজয়ীরা শেষ পর্যন্ত ভরসা রাখেন নাপোলির সাফল্যের কারিগরের ওপর।
এক বিজ্ঞপ্তিতে স্পালেত্তিকে নিয়োগ দেওয়ার ব্যাপারটি জানায় ইতালিয়ান ফুটবল ফেডারেশন। তাদের ওয়েবসাইট থেকে জানা যায়, আগামী ১ সেপ্টেম্বর থেকে দলের দায়িত্ব নেবেন ৬৪ বছর বয়সী স্পালেত্তি।
যদিও স্পালেত্তির সঙ্গে চুক্তির মেয়াদের ব্যাপারে কিছুই জানায়নি ইতালিয়ান ফেডারেশন। তবে সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত ইতালির কোচ থাকবেন তিনি। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি