এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২০ আগস্ট, ২০২৩, ০৬:০৮ পিএম
নিকারাগুয়ার ১০০ কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন ভিসা নিষেধাজ্ঞা
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, নাগরিক স্বাধীনতা হরণকারীদের জবাবদিহিতা নিশ্চিত করতে নিষেধাজ্ঞাভূক্ত কর্মকর্তাদের সবাই নিকারাগুয়ার পৌরসভার কর্মকর্তা। এরা দেশটির প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগা এবং ভাইস প্রেসিডেন্ট রোজারিও মুরিল্লোর(ওর্তেগার স্ত্রী) অধীনে সুশীল সমাজের সংস্থাগুলোকে দমন এবং অন্যায়ভাবে সরকার সমালোচকদের আটক করার প্রচেষ্টায় অংশ নিয়েছে। ওই সমালোচকদের মধ্যে সরকারের তীব্র সমালোচক বিশপ রোলান্ডো আলভারেজও রয়েছেন।
শনিবার (১৯ আগস্ট) মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এক বিবৃতিতে এ ঘোষণা দেয়া হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, নিকারাগুয়ার গণতন্ত্রে প্রতিবদ্ধকতা সৃষ্টিকারীদের হুমকি মুখে জবাবদিহিতায় আওতায় আনতে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ অব্যাহত রাখবো। আমরা নিকারাগুয়ার জনগণের মৌলিক স্বাধীনতা সমুন্নত রাখতে এবং মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শনে অঙ্গীকারবদ্ধ।সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি