ঢাকা, সোমবার, এপ্রিল ২১, ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২
Logo
logo

সমুদ্র-বক্ষে দীর্ঘতম যাত্রার রেকর্ড ভারতের স্কোরপেনের, ৭০০০ কিলোমিটার পাড়ি দিয়ে পৌঁছল অস্ট্রেলিয়ায়


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২০ আগস্ট, ২০২৩, ০৮:০৮ পিএম

সমুদ্র-বক্ষে দীর্ঘতম যাত্রার রেকর্ড ভারতের স্কোরপেনের, ৭০০০ কিলোমিটার পাড়ি দিয়ে পৌঁছল অস্ট্রেলিয়ায়

সমুদ্র-বক্ষে দীর্ঘতম যাত্রার রেকর্ড ভারতের স্কোরপেনের, ৭০০০ কিলোমিটার পাড়ি দিয়ে পৌঁছল অস্ট্রেলিয়ায়

সমুদ্র-বক্ষে দীর্ঘতম যাত্রার রেকর্ড গড়ল ভারত। ভারতের স্কোরপেন সাবমেরিন ৭০০০ কিলোমিটার পাড়ি দিয়ে পৌঁছল অস্ট্রেলিয়ায়। এটি ভারতের দীর্ঘতম যাত্রা বলে জানানো হয়েছে। আইএনএস ভাগি জুন মাসে মোতায়েন করার পর ক্রমাগত যাত্রা করেছে। মাঝে শ্রীলঙ্কার একটি বন্দরে শুধু থেমেছিল স্কোরপেন।

ভারতের নৌবাহিনী শনিবার সন্ধ্যায় একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে, সাবমেরিনটি একটি বর্ধিত পরিসরে যাত্রা করার জন্য নামানো হয়েছিল। ২০২৩ সালের জুন মাসে যাত্রা শুরু করছিল স্কোরপেন সাবমেরিনটি। তা অস্ট্রেলিয়ার ফ্রেমান্টলে পৌঁছবে ২০ অগাস্ট। সেই মতো ২০ অগাস্ট রবিবার অস্ট্রেলিয়ায় পৌঁছয় আইএনএস ভাগির নামে ভারতের স্কোরপেন সাবমেরিনটি।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা

এনবিএস/ওডে/সি