এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২০ আগস্ট, ২০২৩, ০৮:০৮ পিএম
শিল্পস্থাপনে নয়া উদ্যোগ যোগীর, নিরাপত্তা দিতে নিলেন বিশেষ পরিকল্পনা
উত্তর প্রদেশে শিল্পস্থাপনে মন দিয়েছেন যোগী আদিত্যনাথ। একাধিক শিল্পস্থাপনের উদ্যোগী পরিবেশ তৈরি করতে চাইছেন তিনি। যাতে শিল্পস্থাপনের সুনিশ্চিত পরিবেশ তৈরি হয় তার জন্য একাধিক পরিকল্পনা করে ফেলেছেন তিনি। রাজ্যের যুবাদের যাতে অন্যত্র গিয়ে কাজ করতে না হয় সেকারণে রাজ্যে শিল্প আনতে মরিয়া প্রচেষ্টা চালাচ্ছেন যোগী আদিত্যনাথ। শিল্প আনতে হলে সবার আগে পরিকাঠামো এবং আইন প্রশাসন সুনিশ্চিত করা জরুরি । তার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। রাজ্যে গুণ্ডারাজ, জমি মাফিয়া, বেআইনি দখলদারদের কড়া হাতে দমন করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। ইতিমধ্যেই সেই লক্ষ্যে অনেকটাই সফল যোগী আদিত্যনাথ।সূত্র: এশিয়া নেট নিউজ বাংলা
এনবিএস/ওডে/সি