এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২০ আগস্ট, ২০২৩, ০৯:০৮ পিএম
নির্বাচিত হলে ইউক্রেনের যুদ্ধ থামাব, মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী হতে ইচ্ছুক ভারতীয় রামস্বামী
প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার প্রাথমিক লড়াইয়ে আরও এক ধাপ এগোলেন ভারতীয় বংশোদ্ভূত বিবেক রামস্বামী। রামস্বামীর সামনে কেবল ডোনাল্ড ট্রাম্প। একটি প্রাক-নির্বাচনী সমীক্ষা অনুযায়ী, রিপাবলিকানদের মধ্যে অন্তত দশ শতাংশের সমর্থন নিশ্চিত করে ফেলেছেন তিনি। দশ শতাংশের সমর্থন রয়েছে ফ্লোরিডার গভর্নর রন ডেস্যান্টিসের দিকেও। তবে গত জুন মাসে যেখানে ডিস্যান্টিসের পক্ষে প্রায় ২১ শতাংশ রিপাবলিকান সমর্থকের সমর্থন ছিল, তা এখন কমে দাঁড়িয়েছে দশ শতাংশ। অন্য দিকে, সেই সময় মাত্র ২ শতাংশ সমর্থন নিয়ে দৌড় শুরু করা রামস্বামী আরও আট শতাংশ মানুষের সমর্থন আদায় করতে পেরেছেন।
সমীক্ষা বলছে, রিপাবলিকান দলের সমর্থকদের মধ্যে যাঁরা উচ্চশিক্ষিত তরুণ-তরুণী, তাঁদের অধিকাংশের সমর্থন পেয়েছেন রামস্বামী। তবে ৫৬ শতাংশ সমর্থন পেয়ে লড়াইয়ে অনেকটাই এগিয়ে ট্রাম্প। এই ধারা বজায় থাকলে ২০২৪ সালে ডেমোক্র্যাট পদপ্রার্থী জো বাইডেনের বিরুদ্ধে আরও এক বার প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হবেন ট্রাম্পই।
প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতার লড়াইয়ে নামতে যাওয়া এ নেতা বলেন, প্রেসিডেন্ট হলে তিনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে চান। তিনি চান, প্রয়োজনে ইউক্রেনের কিছু অঞ্চল মস্কোর নিয়ন্ত্রণে থাকুক। ইউক্রেন ন্যাটোতে যোগ দিক, সেটা তিনি চান না।
সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে রাশিয়া-চীন সামরিক জোটকে যুক্তরাষ্ট্রের জন্য সবচেয়ে বড় সামরিক হুমকি বলে উল্লেখ করে রামস্বামী বলেন, প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলে তিনি মস্কো সফরে যাবেন এবং রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলবেন।
এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে রামাস্বামী লিখেছেন, ‘আমি ইউক্রেন যুদ্ধ থামাব। এর জন্য চীনের সঙ্গে করা সামরিক জোট থেকে পুতিনকে বের করে আনতে হবে। রাশিয়াকে হারানোটা লক্ষ্য হবে না, যুক্তরাষ্ট্রের বিজয় অর্জনকেই লক্ষ্য হিসেবে নির্ধারণ করতে হবে।’সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি