এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২১ আগস্ট, ২০২৩, ০৭:০৮ পিএম
বিশ্বকাপজয়ী ডি পলকে দলে নিতে চায় আল আহলি
একের পর এক চমক দেখিয়ে যাচ্ছে সৌদি প্রো লিগ। বিশ্বের তারকা ফুটবলাররা এখন ক্যারিয়ারের সেরা সময়েও পাড়ি জমাচ্ছেন সৌদিতে। সাদিও মানে, ফিরমিনহো, করিম বেনজেমারা বর্তমানে মাঠ মাতাচ্ছেন সৌদি লিগে। এবার, নতুন চমক দেখাতে যাচ্ছে আল আহলি। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলারকে দলে ভেড়াতে চেষ্টা চালিয়ে যাচ্ছে ক্লাবটি।
শুরুর দিকে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার লিওনেল মেসিকে দলে নেয়ার চেষ্টা চালায় আল আহলি। টাকার বস্তা নিয়ে মেসির কাছে গেলেও ব্যর্থ মনোরথে ফিরতে হয় তাদের। তবে এবার আরেক বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টাইনকে দলে ভেড়াবার প্রচেষ্টা শুরু করেছে আল আহলি। লিওনেল মেসির বডিগার্ড খ্যাত রদ্রিগো ডি পলের দিকে নজর পড়েছে সৌদি ক্লাবটির।
কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার চ্যাম্পিয়ন হওয়ার পেছনে দারুণ ভূমিকা রাখেন ডি পল। স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদে খেলা এই মিডফিল্ডার অতন্দ্র প্রহরীর মতো মেসিকে অনুসরণ করেছেন ছায়ার মতো। নাপলি থেকে পিতর জেলেনস্কিকে দলে ভেড়াতে ব্যর্থ হওয়ার পর আর্জেন্টাইন ফুটবলারে নজর পড়ে সৌদি ক্লাবটির।
ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোও জানান, ইতোমধ্যেই মাদ্রিদের সঙ্গে আলোচনা শুরু করেছে সৌদি ক্লাবটি। তবে আর্জেন্টাইন এই ফুটবলারকে দলে ভেড়ানো সহজ হবে না আল আহলির জন্য। কোচ সিমিওনের পরিকল্পনায় গুরুত্বপূর্ণ খেলোয়াড় তিনি। সূত্র: ওয়ান ইন্ডিয়া বাংলা
এনবিএস/ওডে/সি